বিশ্বে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির পথে ভারত! দাবি কেন্দ্রের - Bangla Hunt

বিশ্বে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির পথে ভারত! দাবি কেন্দ্রের

By Bangla Hunt Desk - November 11, 2021

অবশেষে সুখবর দিল অর্থনীতি! দেশজোড়া ম্যাক্রো ও মাইক্রো অর্থনীতিতে সমৃদ্ধির প্রভাব। অবশেষে মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ভারত। শুধু ঘুরে দাঁড়ানোই নয়, সমীক্ষা বলছে সমৃদ্ধির প্রশ্নে বিশ্বের একনম্বর শক্তি হিসেবে উঠে আসতে পারে ভারত!

সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে মন্ত্রিসভার তরফ থেকে জানানো হয়েছে– দেশে র‍্যাপিড ভ্যাক্সিনেশন এবং উৎসবের আমেজের ফলে ডিমান্ড-সাপ্লাইয়ের মধ্যে তারতম্য অনেকটা কমেছে। এমনকি, গোটা দেশজুড়ে তৈরি হয়েছ বিপুল কর্মসংস্থানের সুযোগ। সব মিলিয়েই তাই ব্যাপক উন্নতির পথে এগোচ্ছে দেশ৷ উল্লেখ্য কোভিড অতিমারির সময়ে দেশের অর্থনৈতিক অবস্থায় বড় বদল এসেছিল। বিপুল পড়ে গিয়েছিল Gross Domestic Production বা GDP। গোটা দেশেই কাজ হারিয়েছিলেন প্রচুর মানুষ। কিন্তু সাম্প্রতিককালে, যে রিপোর্ট দাখিল করেছে অর্থমন্ত্রক তাতে খুশি হতেই পারেন নাগরিকেরা।

মন্ত্রকের তরফ থেকে যে রিপোর্ট দাখিল করা হয়েছে– সেই রিপোর্টে বলা হয়েছে দেশ যে আত্মনির্ভরতার পথে হাঁটার সংকল্প নিয়েছে সেদিকে সাফল্যের সঙ্গেই এগিয়ে চলেছে। আত্মনির্ভতার প্রাথমিক শর্ত হল পরিকাঠামোগত উন্নতি।।আর সেই উন্নতি অর্জন করার পথে রয়েছে দেশ। ম্যাক্রো ও মাইক্রো স্তরে সমৃদ্ধি দেখা যাচ্ছে। দেশে বাড়ছে ব্যবসায়িক সুযোগ। এছাড়া বাড়ছে কর্মসংস্থানও। পাশাপাশি গোটা দেশেই বিপুল ভ্যাক্সিনেশনের ফলও আর্থিক সমৃদ্ধির প্রশ্নে অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে।

চলতি অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষার যে রিপোর্ট– সেই রিপোর্ট অনুযায়ী 2022 সালের হিসাবে দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাকশন ( Gross Domestic Production) বা GDP’র প্রায় 11% বৃদ্ধি হবে– এমনটাই মনে করা হয়েছিল।
সত্যিই যদি ভারত অর্থনৈতিকভাবে এগোতে পারে– সেক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা রাখবে কৃষি৷ দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় নিজের অবদান ধরে রেখেছে কৃষি। চলতি বছরে 22% বৃদ্ধি পেয়েছে কৃষিজ দ্রব্যের রপ্তানি। যা বিপুল। এছাড়া গোটা দেশজুড়ে উৎসবের মরসুমও অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্নে সহায়ক ভূমিকা নিয়েছে। দীপাবলির সময়ে গোটা দেশজুড়ে 1.3 লাখ কোটি টাকার ব্যবসা হয়েছিল। পাশাপাশি বিপুল ক্ষয়ক্ষতি চিনা পণ্যের। সব মিলিয়ে দিনের শেষে অক্সিজেন পেয়েছিল ভারতীয় অর্থনীতিই৷

ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড ( International Monetary Fund) বা IMF এর মতে, সারা বিশ্বে অক্টোবর মাসে 5.8%% অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা দেখা গিয়েছে। 2022 সালে সারা বিশ্বে অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা দেখা গিয়েছে 4.9%। প্রকৃত অর্থেই ভারত অর্থনৈতিক বৃদ্ধিতে এক নম্বর হতে পারে কিনা সেটাই এখন দেখার।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর