বঙ্গবিজেপির ধ্বংস আসন্ন! টুইটে একপ্রকার নিশ্চিত করলেন তথাগত - Bangla Hunt

বঙ্গবিজেপির ধ্বংস আসন্ন! টুইটে একপ্রকার নিশ্চিত করলেন তথাগত

By Bangla Hunt Desk - November 11, 2021

রাজ্যের উন্নয়নের স্বার্থে বিজেপির কোনও উদ্যোগ দেখতে পাচ্ছেন না, বৃহস্পতিবার এমনই অভিযোগ তুলে পদ্ম শিবিরের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শ্রাবন্তীকে দলে নেওয়ার এবং টিকিট দেওয়ার জন্যে ফের বিজেপি শীর্ষ নেতাদের নিশানা করলেন তথাগত রায়।

একাধিক টুইট করে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এই বর্ষীয়াণ বিজেপি নেতা। বিজেপি যে একপ্রকার ধ্বংসের পথেই টুইটে তাও পরিষ্কার করলেন তিনি। তথাগত লেখেন, ‘কোন রাজনৈতিক দলের ধ্বংসের মূল কারণ আদর্শবান কর্মীদের উপেক্ষা করে ভাড়াটে লোকজনকে উচু পদে বসানো। এভাবে কেন আমরা নিজের পায়ে নিজেই গুলি করছি? ‘

বিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে খড়্গহস্ত ছিলেন তথাগত রায়। তারকা প্রার্থীদের কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। শ্রাবন্তীর দলত্যাগে তা আরও ধারালো হল। অন্যদিকে দল ছাড়ার পর থেকেই নায়িকা তৃণমূল শিবিরে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে ১ মার্চ বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী। দিলীপ-‌কৈলাসের হাত থেকেই সেদিন বিজেপির পতাকা তুলে নেন অভিনেত্রী। এরপরই বিজেপির প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী,পায়েলদের মদনের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। ভোটের আবহে চরম অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির। ভোটের ফলে ধরাশায়ী হয়েছিল বিজেপি।

এর আগে তারকা প্রার্থীদের ‘নগরীর নটী’ বলেও সম্বোধন করেছিলেন। প্রশ্ন তুলেছিলেন, ”কেন টিকিট দেওয়া হল এই মহিলাদের? কী গুণ আছে এদের?” তবে তথাগত রায় কটাক্ষ করলেও ওয়াকিবহাল মহলের মত শ্রাবন্তীর হঠাৎ বিজেপিতে যোগদান যেমন কিছুটা অবাকই করেছিল সবাইকে। তেমনই নাকি প্রত্যাশিত ছিল এই দলত্যাগ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর