রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে উপরে পাঠাতে হবে! হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দুর - Bangla Hunt

রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে উপরে পাঠাতে হবে! হুঁশিয়ারি বিরোধী দলনেতা শুভেন্দুর

By Bangla Hunt Desk - October 23, 2021

একদিন আগে বলেছিলেন, চটি–চাটা সাংবাদিক। ঠিক তার পরেরদিন, রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন। শুভেন্দু বলেন, “বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে।” একইসঙ্গে তিনি আরও বলেন, ‘সিএএ দরকার। জন্ম নিয়ন্ত্রণটাও দরকার।’ হ্যাঁ তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে আগেই মুখ পুড়েছিল কেন্দ্রীয় সরকারের। এবার তা নিয়েও আজও জোর সওয়াল করলেন নন্দীগ্রামের বিধায়ক।

আরো পড়ুন- উপনির্বাচনের আগে জনশূন্য শুভেন্দুর সভা, প্রশ্ন করতেই মেজাজ হারালেন বিজেপি নেতা

বাংলাদেশে দুর্গাপুজোর মণ্ডপ ভাঙচুর এবং হিংসার ঘটনার প্রতিবাদে এদিন হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে একটি পদযাত্রার আয়োজন করা নন্দীগ্রামে। হরিপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত এই মিছিল হয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী । আর সেখানেই রোহিঙ্গাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। তাঁর কথায়, ‘বেড়া ডিঙিয়ে আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠাতে হবে। এখনই সিএএ দরকার। অবিলম্বে সিএএ লাঘু করে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের ভারতে জায়গা দিতে হবে। একইসঙ্গে দরকার এ দেশে জন্ম নিয়ন্ত্রণও।’

একইসঙ্গে জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে ইতিমধ্য়েই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। পাশাপাশি, বাংলার মানুষকে একজোট হয়ে প্রতিবাদে মুখর হওয়ারও আহ্বান জানান শুভেন্দু।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর