বাংলাদেশে পুজামন্ডপে কোরান রেখে আসা বাক্তি শনাক্ত, নাম ইকবাল হোসেন - Bangla Hunt

বাংলাদেশে পুজামন্ডপে কোরান রেখে আসা বাক্তি শনাক্ত, নাম ইকবাল হোসেন

By Bangla Hunt Desk - October 21, 2021

কুমিল্লা, বাংলাদেশ বাংলাদেশের কুমিল্লার দুর্গা পুজামণ্ডপে কোরান রেখেছিলেন যে ব্যক্তি তাকে শনাক্ত করেছে পু’লিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে। শনাক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন। তিনি কুমিল্লা ১৭নং ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর নুর আহম্ম’দ আলমের ছে’লে। তাকে গ্রে’প্তারের চেষ্টা চলছে।

আরো পড়ুন- আফগানিস্তানের মহিলা ভলিবল খেলোয়াড়ের মুন্ডচ্ছেদ করল তালিবানরা

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ভিডিওটি আমি দেখেছি। এতে দেখা যাচ্ছে এক যুবক ম’সজিদ থেকে কোরআন শরিফ নিয়ে রাস্তার দিকে আসে। কিছুক্ষণ পর দেখলাম তার হাতে কোরান শরীফ নেই। হনুমান ঠাকুরের গদা হাতে নিয়ে তিনি ঘোরাঘুরি করছেন।

কুমিল্লার পু’লিশ সুপার ফারুক আহমেদ বলেন, আম’রা এ ঘটনার মূল স’ন্দেহভাজনকে শনাক্ত করেছি। আশা করি খুব তাড়াতাড়ি অপরাধীকে গ্রপ্তার করা হবে।

পু’লিশের আরেক কর্মক’র্তা জানান, শনাক্ত ইকবাল হোসেন কোথা থেকে ওই কোরান শরীফটি সংগ্রহ করেন সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাও বের করা হয়েছে।

উল্লেখ্য,গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়া দিঘিরপাড় পূজামণ্ডপে কোরান রাখা নিয়ে মন্দিরে হা’মলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক হিংসার ছড়ায়। এই ঘটনায় এখন পর্যন্ত ৭৯১ জনকে গ্রপ্তার করেছে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর