তৃণমূলে বড় দায়িত্ব পেলেন রাজ, সায়ন্তিকা! কে কোন দায়িত্ব পেলেন দেখে নিন - Bangla Hunt

তৃণমূলে বড় দায়িত্ব পেলেন রাজ, সায়ন্তিকা! কে কোন দায়িত্ব পেলেন দেখে নিন

By Bangla Hunt Desk - June 05, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ২০২১ বিধানসভা ভোটে তৃণমূলের তারকা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা ছিল রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষকে ঘিরে। যদিও, এরমধ্যে জয় পেয়েছেন একমাত্র রাজ। আসানসোল ও বাঁকুড়া থেকে হেরিে গিয়েছেন দুই অভিনেত্রী। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনজরে যে রয়েছেন এই দুই তারকা অভিনেত্রী তা প্রমাণিত হত শনিবার। যুব তৃণমূলের সভানেত্রী হলেন সায়নী ঘোষ। যে কুর্সি এতদিন সামলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্য দিকে, সায়ন্তিকাকে দেওয়া হল রাজ্য সম্পাদকের পদ।

আরো পড়ুন- এক ব্যাক্তি এক পদ’ নীতি চালু তৃনমুলে, দল এবং প্রশাসনে শৃঙ্খলা আনতে মোক্ষম দাওয়াই তৃনমুল নেত্রীর

শনিবার দলের সাংগাঠনিক রদবদল নিয়ে তৃণমূল ভবনে বৈঠক হয়। সেখানে দলের সাংগাঠনিক খোলনলচে বদলের উদ্দেশ্য একাধিক সিদ্ধান্ত নেয় দল। দলের বিভিন্ন পদে তাৎপর্যপূর্ণ পরিবর্তনও করা হয়। যেমন তৃণমূলের যুব সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর পরই তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদে এলেন কুণাল ঘোষ। কাকলি ঘোষ দস্তিদার হলেন সর্বভারতীয় মহিলা তৃণমূলের সভাপতি। বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী হলেন রাজ্য তৃণমূলের সংস্কৃতি শাখার সভাপতি। এদিকে প্রাক্তন বিধায়ক পূর্ণেন্দু বসুর পেলেন দলের খেতমজুর শাখার সভাপতির দায়িত্ব। তৃণমূলের শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী হলেন দোলা সেন। আর শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি হলেন প্রাক্তন বাম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বঙ্গজননীর সভানেত্রী হলেন মালা রায়। মূলত, ‘এক ব্যক্তি, এক পদ’-নীতির কথা মাথায় রেখেই সাংগাঠনিক স্তরে এই ব্যাপক রদবদল করা হল বলে তৃণমূল সূত্রের খবর।

এ প্রসঙ্গত বলে রাখা দরকার, সায়নী, রাজ, সায়ন্তিকারা একুশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে তৃণমূলে (TMC) যোগ দিয়েছিলেন। উপরন্তু নির্বাচনী টিকিটও পেয়েছেন। তিন তারকার মধ্যে রাজ চক্রবর্তীই একমাত্র জিতে ব্যারাকপুরের (Barrackpore) বিধায়ক হয়েছেন। তবে বাঁকুড়ায় (Bankura) সায়ন্তিকা কিংবা আসানসোল (Asansol South) দক্ষিণে সায়নী ঘোষ, প্রচারের ময়দানে বেজায় কসরত করলেও ভোটে জিততে পারেননি। তবে নির্বাচনী মার্কসিটে নিজেদের কেন্দ্র থেকে তৃণমূলকে আগের থেকে অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছেন এই দুই অভিনেত্রী।

সায়নী-সায়ন্তিকা দু’জনেই দলনেত্রীর প্রিয়পাত্রী। প্রচারের ময়দানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে দরাজ সার্টিফিকেট পেয়েছিলেন। তবে নির্বাচনী হারের পরও কিন্তু দমে যাননি দুই অভিনেত্রী। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যেখানে বাঁকুড়া বিনামূল্যে দুয়ারে অক্সিজেন পরিষেবা চালু করেছেন, খুলেছেন কোভিড সেফ হোম, সেখানে সায়নী ঘোষ পৌঁছে গিয়েছেন আসানসোলের প্রত্যন্ত গ্রামগুলিতে ত্রাণ নিয়ে। বাচ্চাদের হাতে তুলে দিয়েছেন অতিমারী মোকাবিলার জন্য অত্যাবশকীয় পণ্যদ্রব্য। তৃণমূলের দুই তারকা নেত্রীর এমন স্পিরিট মুগ্ধ করেছে অনেককেই। এবার দলের তরফে বিশেষ পদে বসানো হল সায়নী ঘোষ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।

নির্বাচনী ফলাফলের পর গোটা আসানসোল জুড়ে দাবি উঠেছিল, প্রশাসনিক পদে সায়নী ঘোষকে চাই। শনিবার তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সেই ইচ্ছেই যেন পূরণ হল। গুরুত্বপূর্ণ দলীয় পদ পেলেন সায়নী। অন্যদিকে রাজ্য সম্পাদক করা হল সায়ন্তিকাকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর