সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হিন্দুর মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিম যুবকেরা - Bangla Hunt

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির, হিন্দুর মৃতদেহ সৎকারে এগিয়ে এলেন মুসলিম যুবকেরা

By Bangla Hunt Desk - June 05, 2021

মেমারি থেকে অতনু ঘোষ এর রিপোর্টঃ মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের উপরেই রয়েছে মানব ধর্ম। আর এই মানব ধর্মের ডাকেই ধর্ম জাতি বর্ণ ভুলে গিয়ে আসে মানুষ। আর এই মানবতার ডাকে সারা দিয়ে হিন্দু যুবকের দেহ সৎকারে এগিয়ে এলো বেশ কয়েকজন মুসলমান ভাইরা।

আরো পড়ুন- ডোনাল্ড ট্রাম্পকে ২ বছরের জন্য ব্যান্ড করল ফেসবুক-ইনস্টাগ্রাম

এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার 2 নং ওয়ার্ডের বাসিন্দা সুকুমার বাদলীর 16 বছরের প্রতিবন্ধি ছেলের বেশ কয়েকদিনের জ্বরে মৃত্যু হয়।নাম অশোক বাদলী। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা মুখ ফিরিয়ে নেওয়ায় বৃদ্ধা ঠাকুরমা প্রতিবন্ধী অশোক কে হাসপাতলে নিয়ে যেতে না পারায় বাড়িতে কোন রকমের চিকিৎসা চলছিল অশোক বাদলির। এই খবর পেতেই 4 জন মুসলিম যুবক এগিয়ে এসে অশোক কে ভ্যানে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। প্রতিবন্ধী মৃত অশোক বাদলির মা বর্তমানের মৃত। বাবা সুকুমার বাদলি অন্যত্র সংসার পাতে। বর্তমানে কাকা ও বৃদ্ধা ঠাকুমার কাছে থাকতো অশোক বাদলি। বর্তমানে করোনা আবহে দেহ সংকারের জন্য আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী কেউই এগিয়ে আসেনি। অবশেষে দেহ সৎকারে হাসপাতালে নিয়ে যাওয়া সেই 4 প্রতিবেশী মুসলিম যুবক ফারুক আব্দুল্লাহ সহ ইরফান আলি মল্লিক, শেখ আজিজুল ও শেখ টোটন এগিয়ে এসে আবার প্রমান করে দিল *মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়ন মনি মুসলিম তার প্রাণ* ফলে মানবিকতার এক অনন্য দৃশ্য দেখল মেমারিবাসি।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর