ঘড় ভাঙছে বিজিপি-র? ৮ বিধায়ক ৩ সাংসদ আসছেন ঘাসফুল শিবিরে - Bangla Hunt

ঘড় ভাঙছে বিজিপি-র? ৮ বিধায়ক ৩ সাংসদ আসছেন ঘাসফুল শিবিরে

By Bangla Hunt Desk - June 04, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বিধান-সভা ভোটের ফলা-ফল প্রকাশের পর থেকেই ছবিটা ক্রমশ পরিষ্কার হচ্ছিল। তখন থেকেই শোনা যাচ্ছিল, বি-জেপির বেশ কয়েক জন বিধায়ক দল ছেড়ে যোগ দিতে পারেন তৃণ-মূলে। সেই জল্পনা আর-ও উস্কে দিয়ে তৃণ-মূল শিবির দাবি করেছে, শুধু ৭-৮ জন বিধায়ক-ই নন, বিজেপির ৩ সাংসদ-ও এখন জোড়া-ফুলের পথে পা বাড়িয়ে।

 আরো পড়ুন- মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করছেন? দারুন সুযোগ, মাত্র ১৩০ টাকা সঞ্চয়ে পান ২৭ লক্ষ টাকা

যদি-ও প্রকাশ্যে তৃণ-মূলের সেই দাবি নস্যাৎ করছেন বিজেপি নেতারা। কিন্তু অন্তত ৭ জন বিধায়ক-কে নিয়ে গেরুয়া শিবিরে-ও জোরদার জল্পনা চলছে।

বাংলায় বিধান-সভা নির্বাচনে অন্তত ২০০টি আসন জয়ের লক্ষ্য-মাত্রা দিয়েছিলেন অমিত শাহ। সেই লক্ষ্য-পূরণে ঝাঁপিয়ে-ও পড়েছিল গোটা দল। কিন্তু ২মে শাহের বেঁধে দেওয়া লক্ষ্যের ধারেকাছে-ও পৌঁছয়নি বিজেপি। ১০০ আসন-ও পায়নি তারা। সাকুল্যে ৭৭ আসনেই থেমে গিয়েছে গেরুয়া রথ।

তার মধ্যে আবার নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার পদ-ত্যাগ করেছেন। তাঁরা সাংসদ হিসেবে’ই থাকতে চেয়েছেন। অর্থাৎ বিজেপির হাতে এখন ৭৫ জন বিধায়ক। সেটা’ও আগামী ৫ বছর সামলে রাখা যাবে কি না, তা নিয়ে এখন ঘোর অ’নিশ্চয়তা।

তৃণ’মূলের মুখপাত্র কুণাল ঘোষ ইতি’মধ্যেই এই বিষয়ে ইঙ্গিত’পূর্ণ মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, বিজেপি’র ৩ জন সাংসদ এবং ৭-৮ জন বিধায়ক তৃণ’মূলের সঙ্গে যোগা-যোগ করেছেন। সূত্রের খবর, ৩ বিজেপি সাংসদের দিকে ইঙ্গিত করছে তৃণমূল। তাঁদের একজন উত্তর-বঙ্গের, একজন রাঢ়-বঙ্গের এবং আর একজন দক্ষিণ-বঙ্গের।

কিন্তু যে ৭-৮ জন বিধায়কের কথা বলা হচ্ছে, তাঁরা কারা? যদি’ও তৃণমূলের কার’ও নাম খোলসা করেনি। তবে বিজেপির অন্দর মহল সূত্রের খবর, 2 দিনাজপুরের ৩জন বিধায়ককে নিয়ে সংশয় রয়েছে দলেই। নদিয়া থেকে নির্বাচিত দুই বিধায়ক ছাড়া’ও রাঢ়-বঙ্গের ১ ও দক্ষিণ-বঙ্গের ২ বিধায়ক-কে নিয়েও আশঙ্কায় বিজেপি নেতৃত্ব, ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর