'দুয়ারে ত্রাণ' শুধু ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেই: মমতা - Bangla Hunt

‘দুয়ারে ত্রাণ’ শুধু ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেই: মমতা

By Bangla Hunt Desk - May 31, 2021

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এদিন সাংবাদিক সম্মেলন করে জানান, দুয়ারে ত্রাণ প্রকল্প কিন্তু দুয়ারে সরকারের মতো সব ব্লকে হবে না। শুধু ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেই হবে।

আরো পড়ুন- ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত খোলা খুচরো দোকান, ঘোষণা মুখ্যমন্ত্রী

তিনি বললেন, ‘‘সব ব্লকে তো সমস্যা হয়নি। যে যে জায়গায় ইয়াসের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সব জায়গায় টর্নোডোর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সব ব্লকে জল ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব ব্লকেই কিন্তু দুয়ারে ত্রাণ-এর শিবির হবে।’’

একইসঙ্গে আম্পান থেকে শিক্ষা নিয়ে মমতার সতর্ক বার্তা, ‘‘এক সঙ্গে অনেক আবেদন করে যা খুশি তাই লিখে দেওয়া যাবে না। নিজে আবেদন করবেন। ড্রপ বক্সে আবেদন পত্র জমা দেবেন। শহরাঞ্চলে এসডিও অফিস এবং গ্রামাঞ্চলগুলিতে বিডিও অফিসে ত্রাণের আবেদন জমা দিতে হবে।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর