বেসুরো মুকুল পুত্র শুভ্রাংশু রায়! ফেসবুকে পোস্ট ঘিরে জোর জল্পনা - Bangla Hunt

বেসুরো মুকুল পুত্র শুভ্রাংশু রায়! ফেসবুকে পোস্ট ঘিরে জোর জল্পনা

By Bangla Hunt Desk - May 30, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বাবার দেখানো পথেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। বিজেপিতে যোগ দেওয়ার পর একাধিকবার তৃণমূল সরকারের সমালোচনা করতেও দেখা যায় তাকে। কিন্তু এবার কি শুভ্রাংশুর মোহভঙ্গ হল? শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে জল্পনা। তৃণমূল সরকারের বিরোধিতা নিয়ে বিজেপিকেই কটাক্ষ কররেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। যদিও শুভ্রাংশুর এই পোস্ট নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।

আরো পড়ুন- রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কী মুখ্যসচিবের বদলি-নির্দেশ?’ প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বিজেপি নেতা তথা মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের ফেসবুক-পোস্টে শুভ্রাংশু লিখেছেন, “জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনার আগে বেশি প্রয়োজন আত্মসমালোচনার।” এই পোস্টে সরাসরি বিজেপি-র নাম না করলেও শুভ্রাংশু-ঘনিষ্ঠরা একে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন।

শুভ্রাংশু ঘনিষ্ঠ সূত্রে খবর, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে বীজপুর আসনে পরাজিত বিজেপি প্রার্থী শুভ্রাংশু যে নিজের দলের বিরুদ্ধে ‘ক্ষুব্ধ’,। তাঁর ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, মুকুল রায়কে বিধানসভা নির্বাচনে যথাযথ ভাবে ব্যবহার না করার জন্য তিনি বিজেপি-র উপর রেগে রয়েছেন। একই সঙ্গে সম্প্রতি মুকুল এবং তাঁর স্ত্রী কোভিডে আক্রান্ত হয়ে থাকার সময় বিজেপি-র তরফে তেমন ভাবে তাঁদের খোঁজখবর করা হয়নি বলেও ঘনিষ্ঠদের কাছে অভিযোগ করেছেন শুভ্রাংশু। অন্য দিকে, বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়ে তৃতীয় বারের জন্য ক্ষমতা দখলের পরেও তৃণমূলের নেতা-মন্ত্রীদের নারদ-কাণ্ডে সিবিআই যে ভাবে গ্রেফতার করেছে অথবা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করা নিয়ে যে আচরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার, তা-ও যে ভাল চোখে নেননি শুভ্রাংশু, এমনটাই দাবি তাঁর ঘনিষ্ঠদের।

বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বীজপুর থেকে দাঁড়িয়ে হেরেছেন তিনি। তবে একটা সময় বাবার পদাঙ্ক অনুসরণ করেই তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন শুভ্রাংশু। কিন্তু লাভ হয়নি। বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে সুবিধা করতে পারেনি বিজেপি। গেরুয়া শিবিরের বাংলার মসনদ দখলের স্বপ্ন মাঠে মারা যায়। তার পর থেকেই একসময় দলবদলুদের অনেকের গলার স্বর ও কথাবার্তায় মার্জিত ভাব এসেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন শুভ্রাংশুও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর