Duare Tran: ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে 'দুয়ারে ত্রান' প্রকল্প শুরু মমতার - Bangla Hunt

Duare Tran: ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ‘দুয়ারে ত্রান’ প্রকল্প শুরু মমতার

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ইয়াসের ক্ষতিপূরণ ও ত্রাণ বণ্টনের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে টানা প্রায় দু’দিন নিজে কন্ট্রোলরুমে থেকে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা বুঝে নিয়েছেন তিনি। এরপর জানিয়ে দিয়েছেন, কয়েকদিনের মধ্যেই গোটা রাজ্যের ক্ষয়ক্ষতির হিসেব হাতে চলে আসবে। প্রাথমিক হিসাবে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতি হয়েছে ১৫ হাজার কোটি টাকার। এরপর হবে ফিল্ড সার্ভে। তাতেই উঠে আসবে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসেবে। নবান্নে আজ এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, ক্ষয়ক্ষতির হিসেব নেওয়ার জন্য ৩ জুন থেকে ‘দুয়ারে ত্রাণ’ (Duare Tran) কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলবে ১৮ জুন পর্যন্ত।

আরো পড়ুন- আরো ১৬ দিন বাড়ল বিধিনিষেধ, ১৫ জনু পর্যন্ত কার্যত লকডাউন! নবান্ন ঘোষনা মুখ্যমন্ত্রীর

ঘূর্ণিঝড় ইয়াস-এর কবলে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ কিছু জেলার মানুষের। ইয়াস বিদায় নিতেই বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের দুয়ারে ত্রাণ পৌঁছে দেবে সরকার, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা আরও বলেন, প্রতিটি গ্রামে গ্রামে ক্যাম্প করবে সরকার। সেখানে গিয়ে সাধারণ মানুষ ক্ষতিপূরণের আবেদন করতে পারেন। এই আবেদন খতিয়ে দেখা হবে ১৯ থেকে ৩০ জুন পর্যন্ত। তার পরে ১ জুলাই থেকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণের টাকা পৌঁছে যাবে বলেই জানিয়েছেন তিনি।

আমফান ত্রাণ দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে এবার বড় সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন কে ক্ষতিগ্রস্ত, কার সত্যিকারের অর্থের প্রয়োজন রয়েছে তা জানতে দুয়ারে ত্রাণ কর্মমূচি করা হবে। আগামী ৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকায় দুয়ারে ত্রাণ কর্মসূচি করবে সরকারি আধিকারীকরা। গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক স্তর সর্বত্র হবে এই কর্মসূচি। সেখানে ক্ষতিগ্রস্তরা নিজেদের ক্ষয়ক্ষতির হিসেব সরকারের কাছে লিখিত আকারে জমা দেবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর