আরো ১৬ দিন বাড়ল বিধিনিষেধ, ১৫ জনু পর্যন্ত কার্যত লকডাউন! নবান্ন ঘোষনা মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

আরো ১৬ দিন বাড়ল বিধিনিষেধ, ১৫ জনু পর্যন্ত কার্যত লকডাউন! নবান্ন ঘোষনা মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনা পরিস্থিতির কারণে ১৬ মে থেকে কড়া বিধিনিষেধে চলে গিয়েছিল বাংলা। নবান্নের নির্দেশ ছিল, ৩০ মে পর্যন্ত চলবে এই কার্যত লকডাউন প্রক্রিয়া। কিন্তু রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও পরিস্থিতি এখনও ভয়াবহ। তাই সেই বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘দয়া করে লকডাউন কার্ফু এসব বলবেন না। বিধিনিষেধ জারি থাকছে এটাই বলুন।’

আরো পড়ুন- PNB Scam: অবশেষে গ্রেফতার মেহুল চোকসি, ভারতের ফেরানোর তৎপরতা শুরু

‘আগামী ১৫ দিন পরিস্থিতি আরও খারাপ হবে। ভয় দেখাচ্ছি না, সবাইকে সতর্ক করছি।’ রাজ্যে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর উদ্দেশে তাঁর আর্জি, ‘বাসে দয়া করে ভিড় করবেন না। একটু হয়তো বাড়তি অপেক্ষা করতে হবে। লোকাল ট্রেন বাতিলের ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়বেন জানি, তাই রাজ্য সরকার যথাসাধ্য চেষ্টা করবে। বিনামূল্যে যাতে সবাই রেশন পায় সেই ব্যবস্থা নিশ্চিত করতে জেলাশাসকদের দেখতে বলেছি।’

অর্থাৎ, সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সমস্ত গণপরিবহণ বন্ধ থাকছে আপাতত ১৫ জুন পর্যন্ত৷ সরকারি- বেসরকারি বাস, ট্যাক্সি, অটো, ফেরি পরিষেবা- সবকিছুর চলাচলের উপরেই নিষেধাজ্ঞা জারি থাকছে৷ বন্ধ হচ্ছে মেট্রো পরিষেবাও৷ শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া অটো, ট্যাক্সির মতো যানবাহনও রাস্তায় বেরোতে পারবে না৷ তবে বিমানবন্দর থেকে চালু থাকবে ট্যাক্সি পরিষেবা৷ আগামী ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত এই নির্দেশিকা জারি ছিলই, তা বাড়ানো হল ১৫ জুন পর্যন্ত।

এর পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের বিভিন্ন বণিকসভাকে এগিয়ে আসার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতবারের মতো রাজ্যের বিভিন্ন বাজারের দায়িত্ব তাদেরকে নেওয়ার আহ্বানও জানান তিনি। এমনিতেই রাজ্যে ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এই অবস্থায় বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে জনমানসে পরিস্থিতির গুরুত্ব নিয়ে বাড়তি সচেতনতা প্রসারের বার্তাও দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে কোনও এলাকায় যাতে ভিড় না হয় সেটা নিশ্চিত করতে বিভিন্ন পুজো কমিটিগুলোকে এগিয়ে আসার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের সাংবাদিক সম্মেলনে নার্সিংহোম ও হাসপাতালে ৪০ শতাংশ বেড বাড়াতে অনুমতি দেওয়া, মেডিকেল কলেজ সহ রাজ্যের একাধিক জায়গায় অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর