মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘন্ট ঘোষণা মমতার! কবে কোথায় পরীক্ষা জেনে নিন - Bangla Hunt

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের নির্ঘন্ট ঘোষণা মমতার! কবে কোথায় পরীক্ষা জেনে নিন

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ সমস্ত জল্পনার অবসান। রাজ্যের করোনা পরিস্থিতির মধ্যে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চ মাধ্যমিক (HS Exam) পরীক্ষার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানালেন, জুলাইয়ে উচ্চমাধ্যমিক এবং মাধ্যমিক অগাস্টে। তিনি আরও জানান, কোভিড বিধি মেনে আবশ্যিক বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। বাকি বিষয়গুলির মূল্যায়ন হবে বিদ্যালয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। ৩ ঘণ্টার পরিবর্তে পরীক্ষা হবে দেড় ঘণ্টার।

আরো পড়ুন- Corona Vaccine: একই ব্যক্তিকে দু’রকম টিকার ডোজ! টিকা নিয়ে জগাখিচুড়ী যোগীরাজ্যে

জুলাইয়ের শেষ সপ্তাহে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর মাধ্যমিক পরীক্ষা হবে অগস্টের দ্বিতীয় সপ্তাহে। আর দুটি ক্ষেত্রেই শুধুমাত্র অত্যাবশ্যকীয় বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের নানা স্তরে ভর্তির বিষয় থাকে, তাই আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী এদিন জানান।

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে বলে জানালেন মমতা (Mamata Banerjee)। এদিন মুখ্যমন্ত্রীও জানান, কোভিড বিধি মেনেই পরীক্ষা নিতে হবে। মাধ্যমিক পরীক্ষা নেওয়া নিজের নিজের স্কুলেই।
এবছর ১২ লক্ষের বেশি পরীক্ষার্থী। আবশ্যিক বিষয়টি ৭টি। সেই বিষয়গুলির উপরে পরীক্ষা হবে। অতিরিক্ত বিষয় ৩৮ থেকে ৫৮টি। বিদ্যালয়ের নম্বরের ভিত্তিতেই সেগুলির মূল্যায়ন হবে। স্বাস্থ্যবিধি মেনে নিজ বিদ্যালয়ে বা নিকটবর্তী বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। ৩ ঘণ্টার পরিবর্তে দেড় ঘণ্টার পরীক্ষা। প্রশ্নপত্র তৈরি হয়ে গিয়েছে। তাই ১০টার জায়গায় ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।’

এদিন নবান্নে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ঘোষণা করে মমতা দাবি করেন,”সারা দেশে আমরাই প্রথম পরীক্ষার দিন ঠিক করলাম।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর