সোনালির পর এবার মোহভঙ্গ অমলের, তৃনমূলে ফিরতে উদগ্রীব আরও এক নেতা - Bangla Hunt

সোনালির পর এবার মোহভঙ্গ অমলের, তৃনমূলে ফিরতে উদগ্রীব আরও এক নেতা

By Bangla Hunt Desk - May 23, 2021

বাংলা হান্ট ডেক্সঃ সোনালি গুহ, সরলা মুর্মুর ঘরওয়াপসির আবেদনে শিলমোহর পড়েনি এখনও। এরই মধ্যে ফের তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন জানালেন আরও এক দলবদলু। তিনি তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য। দলের শীর্ষ নেতৃত্বকে এ ব্যাপারে চিঠিও দিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

আরো পড়ুন- ঘূর্ণিঝড় ‘ইয়াসের’ মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা, নেতৃত্বে গৃহবন্দী ফিরহাদ হাকিম

সোনালী গুহ, সরলা মুর্মুর পর এবার তালিকায় যোগ হল অমল আচার্যের নামও। উত্তর দিনাজপুর জেলার বিধানসভা ভোটের ঠিক ১৫ দিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন ইটাহারের দু’দুবারের তৃণমূল কংগ্রেস বিধায়ক দলের প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্য। ৭ এপ্রিল ইটাহারের চৌরাস্তা মোড়ে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন শুভেন্দু অনুগামী ইটাহারের দোর্দণ্ডপ্রতাপশালী তৃণমূল নেতা অমল আচার্য। বিজেপিতে যোগদান করেই তাঁর হুঙ্কার ছিল ইটাহারের মমতা বন্দোপাধ্যায় মনোনীত প্রার্থী মুশাররফ হোসেনকে কয়েক হাজার ভোটে হারানোর। ইটাহারের মানুষ ভোটে জয়ী করেছিলেন মমতার প্রার্থী মোশারফ হোসেনকে ৪৫ হাজার ভোটে।

এর পরেই পুরানো দলে ফিরবেন বলে মনস্থির করেন অমল। সেই মতো আবেদনও করেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, আবেদন জানানো হয়েছে যুব তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যয়ায় এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছেও। তবে অমলের ঘরওয়াপসি হবে কিনা, তা জানেন না তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর