'বিজেপিতে গিয়ে ভুল করেছি, ' তৃণমূলের ফিরতে চেয়ে কাতর আবেদন সরলা মুর্মুর - Bangla Hunt

‘বিজেপিতে গিয়ে ভুল করেছি, ‘ তৃণমূলের ফিরতে চেয়ে কাতর আবেদন সরলা মুর্মুর

By Bangla Hunt Desk - May 23, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বিজেপিতে গিয়ে ভুল করেছেন। তৃণমূল ফিরতে চান। বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পরেই ভোলবদল সরলার।

আরো পড়ুন- মেয়াদ ফুরোলেই রাজ্যপালের ঠাঁই হবে প্রেসিডেন্সি জেলে’, কটাক্ষ কল্যাণের

হাবিবপুর এর তৃণমূল প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী হিসেবে সরলা মুর্মুকে জেতানোর জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়ে সাধারণ তৃণমূল নেতা ও কর্মীরা। এমনকি তার নামে দেওয়াল লিখন শুরু করে দেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অথচ তার পরেই আচমকা ভোল বদল করে তৃণমূল এবার এরাজ্যে ক্ষমতায় আসতে পারবে না ভেবে রাতারাতি শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগ দেন বিজেপিতে।

স্বাভাবিকভাবেই এলাকার মানুষ তার রাতারাতি এই দলবদলকে বিশ্বাসঘাতকতা হিসেবে ধরে হারিয়েছেন বিপুল ভোটে। তারপরেই ঠিক যেভাবে সোনালী গুহ আজ কার্যত সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে-পায়ে ধরে দলে ফেরার আবেদন জানিয়েছেন, ঠিক সেভাবেই সরলা মুর্মুর আবেদন, “আমাকে ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। তৃণমূলে ফিরতে চাই।”

সরলা বলেন, “বিজেপিতে গিয়ে ভুল করেছি। সেই ভুলের জন্য ক্ষমাও চাইছি”। যদি জেলার রাজনৈতিক মহলের মতে বিজেপিতে গিয়েও ভোটের প্রচারে বিশেষ দেখা যায়নি সরলাকে। বিজেপিতে যোগ দিয়ে সরলা বলেছিলেন, তৃণমূলে পদ দেওয়া হলেও, সেখানে কাজ করতে দেওয়া হয় না। দলে শৃঙ্খলা নেই। বিজেপিতে থেকে তিনি কাজ করতে চান বলে জানিয়েছিলেন।

সরলা মুর্মু দলত্যাগ করার পর হবিবপুর আসন থেকে তৃণমূলের প্রার্থী হন প্রদীপ বাস্কে। সরলা মুর্মু জানান, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হিসেবে কাজ করতে চান তিনি। জেলা পরিষদে যে আস্থা ভোট রয়েছে সেখানে সদস্য হিসেবে অংশ নিয়ে তৃণমূলের হয়ে ভোট দিতে চান সরলা।

রাগ বা অভিমান করে দল থেকে বেড়িয়ে যাওয়া অনেক নেতা নেত্রী দলে ফিরতে চাওয়া প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, এবিষয়ে দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। পরে এই বিষয়ে জানিয়ে দেওয়া হবে দলের তরফে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর