করোনা সচেতনতায় এবার পথে নামল মেমারি শহর তৃণমূল যুবকংগ্রেস - Bangla Hunt

করোনা সচেতনতায় এবার পথে নামল মেমারি শহর তৃণমূল যুবকংগ্রেস

By Bangla Hunt Desk - May 23, 2021

বর্ধমানঃ করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। পূর্ব বর্ধমান জেলাকে করোনার কড়াল গ্রাস থেকে মুক্ত করার সর্বত্ত প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে প্রশাসন। ইতিমধ্যে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকে ব্লকে বিভিন্ন সতর্কতামূলক প্রচার কর্মসূচীও চলছে ।

আরো পড়ুন- লকডাউনে টোটো চালকদের পাশে মেমারি ১ নম্বর ব্লক ই রিক্সা ইউনিয়ন

মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করোনাভাইরাস এর সংক্রমণ রোধে প্রথম ও মূল পদক্ষেপ। করোনাভাইরাস যাতে না ছড়িয়ে পড়ে তার জন্য মানুষকে সচেতনতা বার্তা দিতে এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরের পথে বাজারে দোকান হাটে করোনা সচেতনতায় মাস্ক বিতরণ করল মেমারি শহর তৃণমূল যুব কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় রাসবিহারী হালদারে নির্দেশে এই কর্মসূচি পালিত হয় বলে জানা যায়।

আরো পড়ুন- ‘মেয়াদ ফুরোলেই রাজ্যপালের ঠাঁই হবে প্রেসিডেন্সি জেলে’, কটাক্ষ কল্যাণের

এই সচেতনতা মূলক প্রচার অভিযানে উপস্থিত ছিলেন মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক মাননীয় রাজকুমার রায় ( শৌভিক) এর নেতৃত্বে মেমারী শহর ও ১০ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ হইতে মাস্ক বিতরণ সচেতন করার জন্য সচেতনতা মূলক প্রচার কর্মসূচী করা হয়। উপস্থিত ছিলেন মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সৌরভ সাঁতরা ,মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি নূর আরিফ নাওয়াজ,মেমারী ১০ নং ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ শাজিদ , মেমারী শহর তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক শেখ নাজির ,যুব নেতা সৈকত ,দিনেশ , শাজিদ , শুভাশীষ , সৌরভ , শামিম ও শেখ রাকেশ সহ আরো অনেক যুব কর্মীগন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর