১১ দিনের রক্তক্ষয়ী গাজা-সংঘর্ষে ইতি টানল ইজরায়েল - Bangla Hunt

১১ দিনের রক্তক্ষয়ী গাজা-সংঘর্ষে ইতি টানল ইজরায়েল

By Bangla Hunt Desk - May 21, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ইজরায়েল ও হামাসের মধ্যে চলা ১১ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ অবশেষে ইতি টানল ইজরায়েল । বৃহস্পতিবার সংঘর্ষবিরতির ঘোষণা করেছে ইজরায়েল। ইজরায়েলের সংবাদমাধ্যম গুলির দাবি অনুযায়ী , ইজ়রায়েলের অন্তর্বর্তিকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক বৈঠকে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরো পড়ুন- করোনা পরিস্থিতিতে রাজ্যে বন্ধ ১৬ টি চটকল, কার্মইীন ৭৫ হাজার শ্রমিক

ইজরায়েলের সংবাদমাধ্যম গুলির থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্যালেস্তাইনের সঙ্গে সংঘর্ষকে কেন্দ্র করে নেতানিয়াহু সরকারের উপরে আমেরিকার চাপ প্রবল ভাবে বাড়ছিল। তাই একতরফা ভাবেই গাজ়ায় সেনা অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ২টো থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, যে কোনও উপায়ে গাজা ভূখণ্ডে হিংসা বন্ধ করাই আমেরিকার লক্ষ্য।

যদিও ইজরায়েলি আধিকারিকরা আন্তর্জাতিক চাপের কথা মানতে নারাজ। তাঁদের বক্তব্য, সীমান্তে হিংসা ছড়ানোয় সাফল্য পেয়েছে হামাস জঙ্গি গোষ্ঠী। তারা লক্ষ্যের খুব কাছে পৌঁছে গিয়েছে। গাজার পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে ওয়েস্ট ব্যাঙ্কে।

ইজরায়েলের দাবি, গত ১১ দিনে প্যালেস্তাইনের দিক থেকে ৪৩০০-র বেশি রকেট উড়ে এসেছে ইজরায়েলের দিকে। এই হামলায় ১২ জন ইজরায়েলি প্রাণ হারিয়েছেন। এদিকে ইজরায়েলের পালটা জবাবে প্রাণ হারিয়েছেন ২৩২ জন প্যালেস্তিনীয়। মৃতদের মধ্যে ৬৫ জন শিশু। এছাড়া ইজরায়েলি হানায় জখম হয়েছেন অন্তত ১৯০০ জন।

স্থানীয় সময় রাত ২টোয় সময় সংঘর্ষবিরতি কার্যকর হওয়ার কথা জানিয়েছিল হামাস। যদিও ইজরায়েল সরকারি ভাবে কোনও সময় জানায়নি। এই পরিস্থিতিতে ইজরায়েলের উপর শেষ কয়েকটি রকেট হামলা চালিয়েছে হামাস। ইজরায়েলের সুরক্ষা বাহিনীর তরফে দাবি করা হয়েছে, এদিনও হামাসের তরফে ৩০০টি রকেট উড়ে এসেছে ইজরায়েলের দিকে। এর জবাবে ৩০টি রকেট ছুড়েছে ইজরায়েলও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর