পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ২৪ ঘন্টা খোলা কন্ট্রোলরুম, প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের - Bangla Hunt

পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! ২৪ ঘন্টা খোলা কন্ট্রোলরুম, প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নের

By Bangla Hunt Desk - May 20, 2021

বাংলা হান্ট ডেক্সঃ পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আগামী বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। শনিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার পর থেকেই শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে তা ঘূর্ণিঝড়ের আকার নেবে।

আরো পড়ুন- বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সাফ জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

কিন্তু তা কতটা প্রবল হবে, সে ব্যাপারে কোনও স্পষ্ট ইঙ্গিত দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। গত বছরের ঘূর্ণিঝড় আমপানের থেকে শিক্ষা নিয়ে সব রকম প্রস্তুতি নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে কিভাবে মোকাবিলা করা হবে তার স্পষ্ট নির্দেশিকা জারি করল নবান্ন ।

নির্দেশিকায় বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৈরি রাখতে হবে। জেলা এবং ব্লক স্তরের কন্ট্রোল রুমকে ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে। সেচ, কৃষি, মৎস্য, খাদ্য, বিদ্যুৎ, স্বাস্থ্য-সহ সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘূর্ণিঝড়ের কারণে কোন এলাকায় যদি টেলিকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তা দ্রুত সারিয়ে ফেলার জন্য টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। যে সব এলাকায় ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেই সব এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা ঝড়-বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই করতে হবে। স্থানীয় স্কুল-কলেজে তাঁদের থাকার ব্যবস্থা করতে হবে। ত্রাণ শিবিরে চিঁড়ে-গুড় জাতীয় শুকনো খাবার, প্যাকেট-জল, ত্রিপলের মতো ত্রাণসামগ্রী মজুত রাখতে হবে। কোভিড পরিস্থিতিতে ত্রাণ শিবিরে যাতে স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকে, সেই বিষয়টিও মাথা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া গভীর সমুদ্রে কেউ আছেন কি না, তা জানতে আকাশপথে নজরদারি রাখতে বলা হয়েছে। এবং যারা গিয়েছেন তাদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর