৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত এক গ্রাম - Bangla Hunt

৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত এক গ্রাম

By Bangla Hunt Desk - May 19, 2021

৭০ বছর পর হ্রদের তলা থেকে জেগে উঠল আস্ত এক গ্রাম। তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ইটালির টাইরোলে।

রেসচেন পাসের ২ কিমির মধ্যেই রয়েছে লেক রেসিয়া। সেই হ্রদ থেকে জল বার করা হচ্ছিল। তখনই স্থানীয়দের চোখে পড়ে হ্রদের নীচে ডুবে থাকা গ্রামটি। জানা গিয়েছে, গ্রামটির নাম কিউরন।

জানা গিয়েছে, গ্রামটির নাম কিউরন। প্রায় একশো পরিবারের বাস ছিল এই গ্রামে। ১৯৫০ সালে একটি জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করার সময় বন্যায় গ্রামটি জলে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি দুটো হ্রদকে একসঙ্গে জুড়ে দেওয়ার ফলে কিউরন গ্রামটি জলে তলিয়ে যায়।

এই গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে তখন অন্যত্র চলে যান। প্রায় ১৬০টি বাড়ি জলের নীচে চলে যায়। সেই থেকে গ্রামটি হ্রদের নীচে সকলের অগোচরেই ছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর