খারিজ হতে পারে মুকুল শুভেন্দুর বিধায়ক পদ, বিস্ফোরক তথ্য ফাঁস - Bangla Hunt

খারিজ হতে পারে মুকুল শুভেন্দুর বিধায়ক পদ, বিস্ফোরক তথ্য ফাঁস

By Bangla Hunt Desk - May 19, 2021

বাংলা হান্ট ডেক্সঃ নারদ কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যের দুই মন্ত্রী-সহ চার হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করেছে সিবিআই (CBI)। নারদ মামলায় অনেকেই অভিযুক্ত হওয়া সত্ত্বেও চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য, তৃণমূলের তিনজন নেতাই নির্বাচনী মনোনয়ন পত্রে হলফনামায় নারদ মামলার তথ্য দিয়েছিলেন। কিন্তু যারা গ্রেফতার হননি, যাদের নিয়ে এত শোরগোল, সেই মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেওয়ার সময় সে কথা উল্লেখ করেননি।

আরো পড়ুন- পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সুপ্রিম কোর্টে আর্জি আইনজীবীর

২০১৬ সাল থেকে বিচারাধীন থাকা সত্বেও নারদা মামলায় অভিযুক্ত থাকার কথা নিজেদের নির্বাচনী হলফনামা থেকে এড়িয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাক্তন দুই তৃণমূল নেতা এবার বিজেপির টিকিটে নির্বাচনে লড়লেও নারদ মামলায় অভিযোগের তথ্য গোপন করেন হলফনামায়। এই মামলায় মোট ১৩ জনের নাম উঠে এলেও মাত্র পাঁচজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে সিবিআই। নির্বাচনী হলফনামায় ফর্মের একটি নির্দিষ্ট জায়গায় প্রার্থীকে নিজের বিরুদ্ধে কোনও মামলা হয়ে থাকলে তার তথ্য দিতে হয়। কিন্তু সেই তথ্য সম্পূর্ণ গোপন করেছে তারা।

নির্বাচন কমিশনের আইন ভেঙে সম্পূর্ণ অসাংবিধানিকভাবে ভোটের লড়াই করেছেন শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়। একদিকে যেমন নারোদা চার্জশিটে সিবিআই প্রথমেই রেখেছে মুকুল রায়ের নাম, তেমনি রয়েছে শুভেন্দুর নাম।

ইতিমধ্যেই তৃণমূল বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই তাদের দুজনের বিধায়ক পদ খারিজ হওয়ার সম্ভাবনা প্রবল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর