সস্ত্রীক করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য - Bangla Hunt

সস্ত্রীক করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

By Bangla Hunt Desk - May 19, 2021

করোনা আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কোভিড সংক্রমিত হয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যও। সূত্রের খবর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ইতিমধ্যেই শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে মীরা ভট্টাচার্যকে। বাড়িতে চিকিৎসাধীন বুদ্ধদেব। জানা গিয়েছে, প্রথমে করোনা সংক্রমিত হন বুদ্ধদেব ভট্টাচার্যেক স্ত্রী। এরপরই করোনার রিপোর্ট পজেটিভ আসে তাঁরও।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। চিকিৎসাও চলছিল। ব্রিগেডে দেখা যায়নি তাঁকে। এমনকি শারীরিক কারণে এ বছর ভোটও দিতে পারেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাইরে বেরনোর অনুমতি পাননি চিকিৎসকদের থেকে। কয়েকমাস আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি ছিলেন তিনি। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর