ত্রিপুরা বিজেপিতে বড়সড় ভাঙন, ১২০টি পরিবারের ২২০০ সদস্য বিজেপি ছেড়ে যোগদিল তৃনমুলে - Bangla Hunt

ত্রিপুরা বিজেপিতে বড়সড় ভাঙন, ১২০টি পরিবারের ২২০০ সদস্য বিজেপি ছেড়ে যোগদিল তৃনমুলে

By Bangla Hunt Desk - May 17, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ত্রিপুরা বিজেপিতে বড়সড় ভাঙন। ত্রিপুরার কাঞ্চনপুরের লালাজুরি এলাকায় ১২০টি পরিবারের ২২০০ সদস্য বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। বাংলায় বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর এবার কি প্রতিবেশী ত্রিপুরা থেকে বিদায় নেবে বিজেপি? উঠেছে প্রশ্ন ।

আরো পড়ুন- নারদ-মামলায় গ্রেফতার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়

ত্রিপুরা শাসক বিজেপি প্রতি মানুষ এখন বিশ্বাস হারাতে শুরু করেছে। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতেনা পাড়ার ফলেই ক্রমশ বিজেপি থেকে মুখ ফেরাতে শুরু করেছেন দলিও সর্মথকরা। বিশেষ করে বঙ্গ ভোটে তৃণমূলের জয়জয়কার এবং রাজ্যের পাহাড় ভোটে বিজেপির ধরাশায়ী এই দুয়ের রাজ্যের জনগণ এখন মুখ ফেরাতে শুরু করেছে বিজেপি থেকে। অনেকেই আবার গত তিন বছরে শাসকদলের নানা প্রতিশ্রুতিতে জনগনের কাছে নিজেদের লজ্জিতও বোধ করছেন। নেতাদের অনেকেই আবার নানা সমস্যায় জনগণের কাছে গিয়ে তাদেরকে নানা প্রশ্নের উত্তর দিতে পারছেন না। একের পর এক প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পালনে দিকে নজর রাখছে না বিজেপি। দিনের পর দিন দুর্নীতিতে জড়িয়ে এখন বাম শাসনকেও ছাপিয়ে যেতে শুরু করেছে রাম। মানুষের মধ্যে দিনের-পর-দিন ক্ষোভের জন্ম নিতে শুরু করেছে। সম্প্রতি কাঞ্চনপুরেরে লালাজুরি এলাকায় ১২০টি পরিবারের ২২০০ সদস্য ক্ষোভের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।

গোটা দেশের মধ্যে একমাত্র প্রমাণ করে দিয়েছে সর্বশক্তি নিয়োগ করার পরেও বিজেপিকে হারানো সম্ভব। তাই নরেন্দ্র মোদি এবং অমিত সাহা দেশের সমস্ত শক্তি মমতার বিরুদ্ধে কাজে লাগানো সত্বেও বাংলায় চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরে তাকে উৎসাহিত হয়েছে প্রতিবেশী ত্রিপুরার মানুষ।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এর আমলে ঘর ছাড়তে বাধ্য হয়েছে বহু সাধারণ মানুষ এবং বিরোধী দলের নেতারা। এই পরিস্থিতিতে বছর দেড়েক পরেই ত্রিপুরার বিধানসভা নির্বাচনে তৃণমূলের সরকার চাইছে সেখানকার সাধারণ মানুষ।

এবারে ত্রিপুরা কৈলাশহর বিধানসভা এলাকার কাঞ্চনপুরের লালাজুরি এলাকায় ১২০টি পরিবারের ২২০০ সদস্য বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। স্বাভাবিকভাবেই বাংলায় শোচনীয় পরাজয়ের করে এবারে প্রতিবেশী ত্রিপুরা থেকে বিদায় নিতে হবে বুঝতে পেরে অশনিসংকেত দেখা দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর