নারদা মামলায় 'শুভেন্দু- মুকুলকে' গ্রেফতার নয় কেন? ক্ষোভে ফুঁসছে তৃণমূল - Bangla Hunt

নারদা মামলায় ‘শুভেন্দু- মুকুলকে’ গ্রেফতার নয় কেন? ক্ষোভে ফুঁসছে তৃণমূল

By Bangla Hunt Desk - May 17, 2021

বাংলা হান্ট ডেক্সঃ নারদা মামলায় নয়া মোড়। সোমবার সকালে কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯ টা নাগাদ সিবিআই-এর হাতে আটক কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক ফিরহাদ হাকিম। সূত্রের খবর, আজ সকালে তাকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে আসা হয়।

আরো পড়ুন- বিজেপিতে গিয়ে ‘দমবন্ধ’ অবস্থা! এবার বিজেপির রাজ্য কমিটি থেকে ইস্তফা চাইলেন প্রাক্তন এই বিধায়ক

এরইমধ্যে তৃণমূল এই মামলায় তাদের নেতাদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের অভিযোগে সরব হয়েছে।  তৃণমূলের প্রশ্ন, নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয় মুকুল রায়, শুভেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কি ছাড়?

সূত্রের খবর, সোমবার সকালেই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কেও নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে আসা হয়। ওই চার জনকে অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে। আর এরপরই ক্ষোভে ফুঁসছে শাসক দল তৃণমূল (Tmc)। তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) কথায়, ‘এটা পুরোপুরিই প্রতিহিংসা। অত্যন্ত নিন্দনীয়। বাংলায় হেরে গিয়ে এখন প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে বিজেপি। তাই সিবিআই-কে কাজে লাগানো হচ্ছে।’

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরও চাঁচাছোলা ভাষায় বলেন, ‘ক্ষমতা থাকলে সিবিআই আগে মুকুল রায়, শুভেন্দু অধিকারীদের বাড়ি থেকে নিয়ে আসুন। শুভেন্দু-মুকুলরা এখন বিজেপির কোলে বসে রয়েছে, তাই তাঁরা বাদ!’ প্রসঙ্গত, এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, নারদে অভিযোগের তালিকায় আর যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে শুভেন্দু অধিকারী, মুকুল রায় এখন বিজেপি বিধায়ক। কিন্তু, তাঁদের দুজনের নাম চার্জশিটে দেওয়ার জন্য অনুমোদন চাওয়া হয়নি। যদিও সিবিআই জানিয়েছে, যে সময়ে মামলা শুরু হয়েছিল, সেই সময়ে শুভেন্দু সাংসদ ছিলেন। তাঁর ক্ষেত্রে তাই অনুমোদন দেবেন লোকসভার অধ্যক্ষ। সিবিআইয়ের একটি সূত্র জানিয়েছে, রাজ্যপালের কাছ থেকে চার্জশিট দেওয়ার (প্রসিকিউশন স্যাংশান) অনুমতি পাওয়ার ফলে দুর্নীতি দমন আইনের সাত নম্বর ধারায় এঁদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।

উল্লেখ্য, মুকুল রায় আগেই তৃণমূল ছেড়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগে মেদিনীপুরে অমিত শাহর সভায় গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।  নারদ স্টিং অপারেশন মামলায় অন্যতম অভিযুক্ত শুভেন্দু দলে যোগ দেওয়ার পর নিজেদের ইউটিউব চ্যানেল থেকে ওই ঘটনার ভিডিও ডিলিট করে দেয় বিজেপি। এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করেছিল বিরোধীরা। তৃণমূল তখন দাবি করেছিল যে,কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই থেকে বাঁচতেই শুভেন্দু বিজেপিতে যোগ দিয়েছেন।  এবার রাজ্যে তৃণমূল নেতা-মন্ত্রীদের এই মামলায় গ্রেফতারের পর প্রতিহিংসামূলক আচরণের অভিযোগে উঠেছে তৃণমূলের অন্দরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর