লকডাউন পরিস্থিতি ১০০ দিনের কাজ সহ একঝাঁক পঞ্চায়েত প্রকল্পকে আনলক করার ভাবনা রাজ্যের - Bangla Hunt

লকডাউন পরিস্থিতি ১০০ দিনের কাজ সহ একঝাঁক পঞ্চায়েত প্রকল্পকে আনলক করার ভাবনা রাজ্যের

By Bangla Hunt Desk - May 16, 2021

করোনার পরিস্থিতিতে রবিবার থেকে রাজ্যে কার্যত লকডাউন পরিস্থিতি। এমন সময়েও গ্রামীণ ক্ষেত্রে ১০০ দিনের কাজ-সহ একঝাঁক পঞ্চায়েত প্রকল্প সচল রাখতে চান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাই আগামী মঙ্গলবার পঞ্চায়েত দফতরের গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন তিনি।

আরে পড়ুন- ‘বিজেপিতে গিয়ে বড় ভুল করেছি, ঘর ওয়াপসির ইঙ্গিত বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সহ–সভাপতির

২০২০ সালে আড়াই মাসের দেশজোড়া লকডাউনে গ্রামীণ এলাকাতেই পঞ্চায়েতের মাধ্যমে অর্থনীতির চাকা খানিকটা হলেও সচল ছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই মহাত্মা গাঁধীর নামাঙ্কিত ১০০ দিনের কাজ চালিয়ে যাওয়ার পক্ষপাতী সুব্রত। সঙ্গে ‘ন্যাশনাল রুরাল লাইফ মিশন’ বা ‘এনআরএলএম’ এবং নির্মল বাংলা প্রকল্পও চালাতে চান তিনি।

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলছেন, ‘‘রবিবার পর্যন্ত কাজের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। কিন্তু নতুন করে গ্রামীণ এলাকায় প্রকল্পগুলি চালু করতে গেলে কিছু কথাবার্তা বলা প্রয়োজন রয়েছে। যেই কারণেই মঙ্গলবার বৈঠক ডাকা হয়েছে। কারণ এমন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়ার কোনও আইনগত সমস্যা নেই। তাই আশা করছি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সচল থেকে গ্রামের মানুষকে রোজগার দিতে পারবে।’’ আচমকাই বিধিনিষেধ কার্যকর হয়ে যাওয়ায় গ্রামীণ ক্ষেত্রে পরিবহণ পরিষেবা-সহ যাবতীয় কর্মসংস্থান বন্ধ হয়ে গিয়েছে। এমতাবস্থায় পঞ্চায়েত দফতর গ্রামীণ এলাকায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করলে অনেকেই রুজি রুটির বন্দোবস্ত করতে পারবেন। তাই মঙ্গলবারের বৈঠকে যে পঞ্চায়েত দফতরের গ্রামোন্নয়নের প্রকল্পগুলির কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে সিলমোহর দেবে তা নিশ্চিত জানাচ্ছেন দফতরের আধিকারিকরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর