প্লাস্টিক নয়, এবার করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে সৎকার - Bangla Hunt

প্লাস্টিক নয়, এবার করোনা আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে সৎকার

By Bangla Hunt Desk - May 16, 2021

বাংলা হান্ট ডেক্সঃ এবার থেকে কোভিড আক্রান্তের দেহ সুতির ব্যাগে মুড়ে সৎকার করা হবে। প্ল্যাস্টিকে মুড়ে দেহ সৎকারের ক্ষেত্রে সমস্যা কারণে আগেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
 
এতদিন করোনা আক্রান্তের দেহ প্লাস্টিকে মুড়ে সত্কার করা হত। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল চুল্লির ফার্নেস। মাঝেমাঝেই বিকল হচ্ছে চুল্লি। বন্ধ হচ্ছে সত্কার। এছাড়া, করোনা আক্রান্তের দেহ সমাধিস্থ করার ক্ষেত্রে প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ায় দূষিত হচ্ছিল পরিবেশ।
এখনও পর্যন্ত ১৩০০ এ ধরনের ব্যাগ হাতে এসেছে। তন্তুজ ও বঙ্গশ্রীকে এই ধরনের ব্যাগ তৈরির বরাত দেওয়া হয়েছে।

আজ থেকে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে দেওয়া হল সুতির ব্যাগ। জোগান কম থাকায় আজ সবকটি হাসপাতালকে এই ব্যাগ দেওয়া সম্ভব হয়নি। পরে ধাপে ধাপে জোগান ও সুতির ব্যাগের ব্যবহার বাড়ানো হবে বলে প্রশাসন সূত্রে খবর। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর