টিকাকরনের জন্য আধার বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র - Bangla Hunt

টিকাকরনের জন্য আধার বাধ্যতামূলক নয়, জানাল কেন্দ্র

By Bangla Hunt Desk - May 16, 2021

এবার আধার কার্ড না থাকলেও মিলবে করোনা চিকিৎসা পরিষেবা ও করোনার টিকা। আজ, রবিবার এই কথাই ঘোষণা করা হল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর পক্ষ থেকে। ইউআইডিএআই একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, আধার কার্ড না থাকলেও কোনও ব্যক্তিকে প্রয়োজনীয় পরিষেবা থেকে মোটেই বঞ্চিত করা যাবে না। তবে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে তাঁর ঠিকানার যথাযথ প্রমাণপত্র দেখাতে হবে। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ তীব্র উদ্বেগের সঞ্চার করেছে। এরই প্রেক্ষাপটে ইউআইডিএআই-এর এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও এর আগে কেন্দ্রের পক্ষ থেকেও এই বিষয়টি নিয়ে একটি ঘোষণা করা হয়েছিল। তাতে বলা হয়েছিল, যদি কোনও রোগী অন্য কোনও শহরের বাসিন্দা হয়ে থাকেন সেই ক্ষেত্রেও তাঁকে অক্সিজেন, জরুরি ওষুধ-সহ চিকিৎসা প্রদান করতে হবে। অর্থাৎ স্থানীয় এলাকার বৈধ পরিচয়পত্র ছাড়াও করোনা রোগীদের হাসপাতালে ভর্তি করতে হবে। উল্লেখ্য, দেশজুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুর সংখ্যাও উর্ধ্বমুখী। বিভিন্ন হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন ও বেডের সঙ্কট। এই আবহে কেউ যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই কারণেই এমনটা ঘোষনা করেছে কেন্দ্র।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর