রাজ্যে অক্সিজেনের চাহিদা বেড়েছে, অক্সিজেন প্ল্যান্টের জোগান বাড়াতে মোদিকে চিঠি মমতার - Bangla Hunt

রাজ্যে অক্সিজেনের চাহিদা বেড়েছে, অক্সিজেন প্ল্যান্টের জোগান বাড়াতে মোদিকে চিঠি মমতার

By Bangla Hunt Desk - May 14, 2021

বাংলা হান্ট ডেক্সঃ তরল অক্সিজেনের পর এবার অক্সিজেন প্ল্যান্টের জোগান বাড়ানোর জন্য হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৭০টি প্ল্যান্ট দেওয়ার কথা বলা হয়েছিল। এখন জানানো হয়েছে প্রথম দফায় ৪টি পাব। বাকিগুলি কবে দেওয়া হবে, তার ব্যাখ্যা দেওয়া হয়নি। 

চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন ,”হাসপাতালে পিএসএ প্ল্যান্ট থাকলে পরিবেশ থেকে অক্সিজেন তৈরি করা যায়। রোগীদের জন্য অক্সিজেন জোগানের এটি কার্যকরী যন্ত্র। বিভিন্ন রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট সরবরাহ করছে ভারত সরকার। কিন্তু বিষয়টি এগোচ্ছে না। অগ্রাধিকার স্থির করার পর বদলে দেওয়া হচ্ছে। পরিবর্তন করা হয়েছে প্ল্যান্ট বসানোর দায়িত্বে থাকা সংস্থার। পশ্চিমবঙ্গের ভাগ প্রতিদিন পরিমার্জনা করা হচ্ছে। আমাদের বলা হয়েছিল ৭০টি অক্সিজেন প্ল্যান্ট পাব। প্রথম ধাপে দেওয়া হবে ৪টি পাব। বাকিগুলির কী হবে, তা স্পষ্ট করা হয়নি।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর