উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস - Bangla Hunt

উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হল আন্তর্জাতিক নার্স দিবস

By Bangla Hunt Desk - May 12, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ‘দ্যা লেডি ইউথ দ্যা ল্যাম্প’ অর্থাৎ ফ্লোরেন্স নাইটঙ্গেলের জন্মদিন আজ। আজকের এই আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে পরিচিত। ১৮২০ সালের ১২ মে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটঙ্গেল। জীবনের সেরা এমনকি সবটুকু সময় ব্যয় করেছেন মানুষের সেবায়। মাত্র ১৭ বছর বয়সেই নাইটিঙ্গেল উপলব্ধি করছিলেন স্রষ্টা তাঁকে সেবিকা হওয়ার জন্যই পাঠিয়েছেন।পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য ব্যবস্থার ওপর গবেষণা চালান। যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আরো পড়ুন- করোনার দ্বিতীয় ঢেউয়ে কাজের চাপ বেড়েছে লাফিয়ে, তাই চাপ কিছুটা কমানোর আবেদন নার্স সংগঠনের

আজকের দিনটি সসম্মানে পালিত হলো কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটালে। এদিন কালিয়াগঞ্জ হসপিটালের নার্সরা ফ্লোরেন্স নাইটঙ্গেলের ছবিতে পুষ্পার্ঘ্য ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। অন্যদিকে সাপোর্ট কোভিড কমিউনিটির তরফে রায়গঞ্জের মিক্কিমেঘা কোভিড হাসপাতালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্সের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি ওই হাসপাতালে কর্মরত নার্সদেরও সংবর্ধনা দেওয়া হয়। মেটেলি ব্লকের আইভীল চা বাগান কতৃপক্ষের তরফে বাগানের হাসপাতালের নার্স দের পুষ্পস্তবক দিয়ে সন্মান জানানো হয় এদিন। স্বাস্থ্যবিধি মেনে ওই সন্মান জানানো হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর