করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন, কমিশন কে তীব্র ভৎসনা মাদ্রাজ হাইকোর্টের - Bangla Hunt

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী নির্বাচন কমিশন, কমিশন কে তীব্র ভৎসনা মাদ্রাজ হাইকোর্টের

By Bangla Hunt Desk - April 26, 2021

বাংলা হান্ট ডেক্সঃ মাদ্রাজ হাইকোর্ট আজ তীব্র ভৎসনা করল নির্বাচন কমিশনকে। করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য একমাত্র দায়ী নির্বাচন কমিশন। কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। এমনটাই জানান মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি।

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সেন্থিলকুমার রামমূর্তি আজ জানিয়েছেন, “ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে এমন ভয়াবহ অবস্থার জন্য শুধুমাত্র দায়ী নির্বাচন কমিশন। তাদের আচরণে দায়িত্ব জ্ঞানের অভাব ছিল। কোভিড বিধি মেনে চলার আদেশ দিয়েছিল আদালত। কিন্তু রাজনৈতিক দলগুলি অন্যথা করলেও নির্বাচন কমিশন কোন ব্যবস্থা গ্রহণ করেনি।” এছাড়াও আজ মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কড়া ভাষায় আক্রমণ করে বলেছেন, “আপনাদের আফিসারদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা করা উচিত।”

এখানেই শেষ নয়। মাদ্রাজ হাইকোর্ট নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘সঠিক পদক্ষেপ না নিলে ২ মে ভোট গণনা বন্ধ করে দেব।’ এছাড়াও এদিন মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, ‘ভোট প্রচার যখন চলছিল, তখন আপনারা কি অন্য গ্রহে ছিলেন! আদালতের নির্দেশ সত্ত্বেও কোভিড প্রোটোকল নিশ্চিত করতে পারেনি কমিশন। গণনার দিন কোভিড প্রোটোকল মানা নিয়ে কী ভাবছে কমিশন? ৩০ এপ্রিলের মধ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে হবে কমিশনকে।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর