নন্দীগ্রামে গুন্ডা জড়ো করছে শুভেন্দু, কমিশনে নালিশ তৃণমূলের - Bangla Hunt

নন্দীগ্রামে গুন্ডা জড়ো করছে শুভেন্দু, কমিশনে নালিশ তৃণমূলের

By Bangla Hunt Desk - March 29, 2021

বাংলা হান্ট ডেস্ক; ভোটের আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বহিরাগত সমাজবিধোরী জমায়েত করছেন। এই অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। সঙ্গে বিভিন্ন রাজ্যের মন্ত্রীদের নিরাপত্তায় তাঁদের সঙ্গে যে সশস্ত্র বাহিনী আসছে তাতেও আপত্তি রয়েছে তাদের। সোমবার দুপুরে তৃণমূলের ৩ সদস্যের প্রতিনিধিদল কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেন।

আরো পড়ুন- ভোটের পর ক্ষমতায় এসে আমি আর দিলীপ ঘোষ সরকার চালাবো; দাবি শুভেন্দুর

তৃণমূলের অভিযোগ, ১ই এপ্রিল নন্দীগ্রামে ভোটগ্রহণ। তাই গন্ডগোল পাকানোর জন্য নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় সমাজবিরোধীদের জমায়েত করেছেন। বিভিন্ন হোটেলে রাখা হয়েছে তাদের। সেই জায়গায়গুলির নাম উল্লেখ করে এদিন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে তৃণমূল।

এদিন তৃণমূলের প্রতিনিধিদলে ছিলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও শশী পাঁজা। সঙ্গে ছিলেন দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সাক্ষাৎ সেরে সুব্রতবাবু বলেন, ‘বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা রাজ্যে প্রচারে আসছেন। তাঁদের সঙ্গে থাকছে সশস্ত্র বাহিনী। এতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে। এটা নির্বাচনী বিধিবিরুদ্ধ। কমিশনের এব্যাপারে পদক্ষেপ করা উচিত।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর