ভোটের পর ক্ষমতায় এসে আমি আর দিলীপ ঘোষ সরকার চালাবো; দাবি শুভেন্দুর - Bangla Hunt

ভোটের পর ক্ষমতায় এসে আমি আর দিলীপ ঘোষ সরকার চালাবো; দাবি শুভেন্দুর

By Bangla Hunt Desk - March 29, 2021

বাংলা হান্ট ডেক্স ; বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এলে আমব আর দিলীপ ঘোষ সরকার চালাব । খড়্গপুরের সভা থেকে এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ( suvendu Adhikari) । আর তার এই দাবিতেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। তবে এর আগেও একাধিকবার শুভেন্দু বলেছেন বালু মাটির কাঁথি (Kathi) ও লালমাটির ঝাড়গ্রাম ( Jhargram ) এক হয়ে তৃণমূলকে এ রাজ্য থেকে ক্ষমতাচ্যুত করবেন । এদিনের আবারো ওই একই কথা উসকে দিল জল্পনা ।

রবিবার খড়গপুরে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ‌্যায়ের ( heroine Chattopadhyay) সমর্থনে সভা করেন শুভেন্দু। সামনেই ১ এপ্রিল তাঁর নিজের কেন্দ্র নন্দীগ্রামে ভোট, যদিও মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে তিনি টেনে আনেন খড়গপুর সদরের উপনির্বাচনের প্রসঙ্গ। বলেন, ‘এখানকার উপনির্বাচনে প্রদীপ সরকারের জয় একটি দুর্ঘটনা। ওটা বাদ দিয়ে দিন। কারণ শুভেন্দু অধিকারী না থাকলে ওই উপনির্বাচনে তৃণমূল বৈতরণী পার করতে পারত না। সেইসময় মমতা বেগম (মমতা বন্দ্যোপাধ্যায়) এখানে আসেননি। আর তোলাবাজ ভাইপোও আসেননি।’

এরপরই শুভেন্দু বলেন, ‘মোদীজি কথা বলার সুযোগ দিচ্ছেন, অমিত শাহজি অনুপ্রণা দিচ্ছেন। স্বীকৃতি দিয়েছেন নাড্ডাজি। বাংলায় এবার বিজেপি সরকার আসছেই। ক্ষমতায় এলে সরকার চালাব আমি আর দিলীপ ঘোষ।’ যদিও শুভেন্দু এর আগেও নিজের সঙ্গে দিলীপ ঘোষের প্রসঙ্গ টেনে গোটা মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে তৃণমূলকে উৎখাতের চ্যালেঞ্জ করেছিলেন। বালুমাটির শুভেন্দু আর লালমাটির দিলীপ ঘোষ তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে বলে চ্যালেঞ্জও করেছিলেন। কিন্তু একেবারে সরকার চালানোর মতো দাবি! শুভেন্দুর বক্তৃতা তাই আলাদা তাৎপর্য তৈরি করেছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর