সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগাম দোল উৎসব পালন করল কনৎনুপুরা - Bangla Hunt

সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আগাম দোল উৎসব পালন করল কনৎনুপুরা

By Bangla Hunt Desk - March 27, 2021

বালুরঘাট ; প্রকৃতি যখন তার দখিন-দুয়ার খুলে দেয়, বইতে শুরু করে ফাগুন হাওয়া আর রঙের উচ্ছ্বাস জাগে অশোক-পলাশ-শিমুলে তখন বসন্ত হয়ে ওঠে বাঙালির কাছে প্রেমের উৎসব।প্রকৃতি সেজে উঠেছে আর তাকে উসকে দিতে আসছে দোল উৎসব। আর তাই প্রকৃতির রঙে রঙ মিলিয়ে নিতে প্রস্তুত শহরবাসী। আগামী কাল শহরে অনুষ্ঠিত হবে দোল উৎসব তার একদিন আগে সম্পুর্ন কোভীডবিধি মেনে কনৎনুপুরা নামে একটি সাংষ্কৃতিক সংস্থ্যা বালুরঘাট শহরে এক সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করল আগাম ” লাগিলো দোল ” উৎসব।

আজ বালুরঘাট শহরের প্রানকেন্দ্র হাইস্কুল ময়দানে দোলের রঙে নিজেদের রাঙিয়ে নেওয়ার পাশাপাশি নাচ গানের মধ্যমে আগাম এই দোলের উৎসবে মাতিয়ে রাখল বালুরঘাট শহরবাসিকে।

যদিও সংস্থার পক্ষ থেকে এই দ্বীতিয় কোভীড ঢেউ দেশ ও রাজ্যে আছড়ে পড়ার দিকে নজর রেক্ষে সম্পুর্ন কোভীডবিধি মাস্ক ব্যবহ্যার ও দুরত্ববিধি বজায় রেখে দোল উৎসবে শরিক হতে সাধারক মানুষের কাছে আগাম সতর্ক বার্তা এই অনুষানের মধ্যে দিয়ে সচেতনতা আনার প্রয়াস তারা করেছেন বলে উদোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।
যদিও গতবার করোনার কারনে লকডাউন শুরুর প্রাক মুহুর্তে এই দোল উৎসব পার হয়ে গেলেও করোনা যে তার ধ্বংসলীলার স্মৃতি রেখে গেছে এবং ফের তার দ্বীতিয় ঢেউ আগের থেকে অতিশক্তিশালী স্ট্রেন নিয়ে জনজীবনে তার থাবা বসাতে চলেছে । সেদিকে লক্ষ রেখে আগামী রবিবার ও সোমবার দোল উৎসবে সাধারন মানুষ কতটা সামিল হয়। এখন সেটাই দেখার।

যদিও কেন্দ্রীয় সরকার সেদিকে লক্ষ রেখে ধর্মীয়স্থান থেকে সর্বত্র আগাম কোভীড সতর্কতা বজায় রেখে দেশে এই উৎসব পালিত করার নির্দেশ কয়েকদিন আগেই জারি করে দিয়েছে। এখন মানা না মানা তাদের উপরেই বর্তায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর