একদিনে আক্রান্ত প্রায় ৬০ হাজার, সাবধান! দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা - Bangla Hunt

একদিনে আক্রান্ত প্রায় ৬০ হাজার, সাবধান! দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

By Bangla Hunt Desk - March 26, 2021

বাংলা হান্ট ডেক্স ; ভারতে শুরু হয়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। রেকর্ড ভেঙে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ১১৮ জন। যা এই বছরে দৈনিক আক্রান্তের নিরিখে সর্বোচ্চ। একদিনে মৃত্যু হয়েছে ২৫৭ জনের।

আরো পড়ুন- ভবানীপুরে প্রচারে বেরিয়ে, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল!
 

দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড দেশে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯,১১৮ জন। চলতি বছরে দৈনিক সংক্রমণের দিক থেকে এটাই সর্বোচ্চ। এই সময়ে মৃত্যু হয়েছে ২৫৭ জনের। মোট সুস্থ হয়েছেন ১,১২,৬৪,৬৩৭ জন। এই নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল, ১,১৮,৪৬,৬৫২। মোট মৃতের সংখ্যা ১,৬০,৯৪৯। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৪,২১,০৬৬। দেশে এখনও পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ৫,৫৫,০৪,৪৪০ জনকে।

এদিকে মহারাষ্ট্রে প্রতিদিন কোভিড আক্রান্তের সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে সারা দেশেই এখন করোনা নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ। সুস্থতার হারের চেয়ে বেশি হচ্ছে দৈনিক সংক্রমণের হার। বিশেষত মহারাষ্ট্রে সংক্রমণ উল্লেখযোগ্যহারে বাড়ছে এখন। মুম্বই কর্পোরেশনের তরফে হাসপাতালগুলিতে ১৩ হাজার ৭৭৩ টি বেড বর্তমানে করোনা রোগীদের জন্য বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ২১ হাজার বেড করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর