ভবানীপুরে প্রচারে বেরিয়ে, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল! - Bangla Hunt

ভবানীপুরে প্রচারে বেরিয়ে, সাধারণ মানুষের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী রুদ্রনীল!

By Bangla Hunt Desk - March 26, 2021

বাংলা হান্ট ডেক্স ; ভবানীপুরে প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। আজ, বৃহস্পতিবার জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে প্রচারে বেরিয়েছিলেন রুদ্রনীল। সেই সময় এলাকাবাসী তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে জানা যায়। যদিও রুদ্রনীলের দাবি, তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়নি, আমফানের টাকা না পেয়ে সেই ক্ষোভের কথা জানাতে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা।

ভবানীপুর থেকে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদল ভোট লড়ছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। পদ্ম শিবিরে দাঁড়িয়েছেন অভিনেতা তথা রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষ। এদিন ভবানীপুরের বকুলবাগানে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। তবে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমফানের টাকা না পাওয়ার কারণে তাঁরা এই বিক্ষোভ দেখিয়েছে। তবে অন্যদিকে, এই অভিযোগ মানতে নারাজ শাসক দলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তার কথায়, আমফানের সময় মানুষের পাশে তৃণমূল দাঁড়িয়েছে, তখন বিজেপির দেখা পাওয়া যায়নি। অথচ ভোটের সময় ভোট চাইতে এসছেন তারা। সেই কারণে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন আমজনতা।

অন্যদিকে, একাধিকবার কখনো কামারহাটি, কখনো ভবানীপুর, আরার কখনো বীরভূম। রাজ্যে একাধিক জেলায় বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে সাধারন মানুষ। ভোটের মুখে বিজেপি প্রার্থীদের ঘিরে এমন বিক্ষোভে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। বিশেষজ্ঞদের দাবি, এই বিক্ষোভের ফল মিলবে ভোটবাক্সে। গোষ্ঠীদ্বন্দ্ব, মূল্যবৃদ্ধি এগুলো কে হাতিয়ার করেই বাড়তি অক্সিজেন মিলছে শাসক তৃণমূলের। তবে সবমিলিয়ে বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর