ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে - Bangla Hunt

ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে

By Bangla Hunt Desk - March 23, 2021

বিস্ফোরক অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। প্রচারে বেরিয়ে ভোটারদের টাকার প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে! ভোট ময়দানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এমনই কাণ্ড। ভিডিওটি ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী সুখময় শতপথির প্রচারের।

টাকার লোভ দেখিয়ে ভোট চাইছে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী সুখময় শতপথি। এদিন মিছিল থেকে এমনটাই বলা হয় । কয়েক দিন আগে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী সুখময় শতপথি ঝাড়গ্রাম শহরের’ সবজি বাজারে নির্বাচনী’ প্রচারে যান,। ওই প্রচার’ চলাকালীন ভোটার’দেরকে ভোটের আগের দিন আসতে বলা হয় এবং “খরচা পাতি” দেওয়া হবে বলে জানান’ মিছিলে থেকে BJPর দলীয় কর্মীরা। মুহূর্তে’র মধ্যে ক্যামেরা’বন্দি চারিদিকে সোশ্যাল’ মিডিয়ায় ভাইরাল’ হয়ে যায়’। যার ফলে ঝাড়’গ্রাম শহর জুড়ে’ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে’।

তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম বিধানসভার প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন,‘BJP টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য সফল হবে না। বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছি।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর