খড়গ্রামের নগরে ইস্তেহার প্রকাশ ও সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল প্রার্থী আশীষ মার্জিত - Bangla Hunt

খড়গ্রামের নগরে ইস্তেহার প্রকাশ ও সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল প্রার্থী আশীষ মার্জিত

By Bangla Hunt Desk - March 22, 2021

রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে খড়গ্রাম বিধানসভা এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ ও সাংবাদিক সম্মেলন করলেন প্রার্থী আশীষ মার্জিত । এবার তৃণমূল মোট দশটা অঙ্গীকার নিয়ে সোমবার ইস্তেহার প্রকাশ হল খড়গ্রাম ব্লকের নগরে দলীয় কার্যালয়ে । ১|অজস্র সুযোগ সমৃদ্ধ বাংলা, ২|প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, ৩|আর্থিক সুযোগ, ৪|বাংলায় সবার নিশ্চিত আহার, ৫|বর্ধিত উপাদন সুখী কৃষক, ৬|শিল্পোন্নত বাংলা, ৭|উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ বাংলা, ৮|এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা, ৯|সবাই সবাই পায় মাথা গোঁজার ঠাঁই, ১০|প্রতি ঘরে বিদ্যুৎ সড়ক জল। আজকের এই ইস্তেহার প্রকাশ ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশীষ মার্জিত ছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আবুল হাসনাত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সামশের আলী মোমিন সহ অন্যান্য খড়গ্রাম ব্লকের তৃণমূল নেতৃত্ব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর