প্রার্থীতালিকা প্রকাশ হতেই জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের - Bangla Hunt

প্রার্থীতালিকা প্রকাশ হতেই জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের

By Bangla Hunt Desk - March 15, 2021

বাংলা হান্ট ডেক্স; প্রার্থীতালিকা প্রকাশ হতেই জায়গায় জায়গায় বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। এই নিয়ে রবিবারের পর সোমবারও জেলা থেকে কলকাতা বিক্ষোভ দেখাতে থাকেন BJP-নেতা কর্মীরা। প্রার্থী পছন্দ না হওয়ায় সোমবার চুঁচুড়ায় দলীয় কার্যালয়ে ভাঙচুর করে স্থানীয় বিজেপি কর্মীরা। সপ্তগ্রাম ও সিঙ্গুর কেন্দ্রের প্রার্থী নিয়ে ক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মীরা। দলীয় নেতৃত্বর সামনেই বিক্ষোভ দেখানো হয় জায়গায়। রবিবার আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে BJP। তারপর থেকে শুরু হওয়া ক্ষোভ বিক্ষোভ এখনও থামেনি।

সিঙ্গুরের BJP-প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে নিয়েও ক্ষোভ অব্যাহত। মাস্টারমশাইয়ের নাম ঘোষণার পরই তীব্র ক্ষোভে ফেটে পড়েন সিঙ্গুর বিজেপির একাংশ। কোনওভাবেই তাঁরা ‘মাষ্টারমশাই’কে প্রার্থী হিসাবে মানতে নারাজ। তাঁদের স্পষ্ট দাবি, “আজকের মধ্যে সিঙ্গুরের প্রার্থী বদল করতে হবে।” এদিন হুগলি জেলা কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ দেখাতে থাকেন BJP- কর্মীরা।

আরো পড়ুন- মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ভোটের মুখে বিপুল অস্ত্র উদ্ধার

উত্তরপাড়া থেকে লড়ছেন প্রবীর ঘোষাল। আগেরবার তিনি তৃণমূলের প্রার্থী হিসেবে জিতেছিলেন, এমন অনেকেই এবার জায়গায় পেয়েছেন বিজেপি প্রার্থীতালিকায়। দলবদলের পর ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে ফের প্রার্থী হয়েছেন বিদায়ী বিধায়ক দীপক হালদার। তাতেই ক্ষুদ্ধ দলের যুব মোর্চার কর্মী-সমর্থকদের একাংশ। এদিন প্রার্থীতালিকা ঘোষণা হওয়ার পরে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তৃণমূলত্যাগী বিধায়ক দীপক হালদারের বিরুদ্ধে ‘মানছি না, মানব না’ স্লোগান তুলে পথে নামলেন গেরুয়াশিবিরের কর্মী-সমর্থকরা। পার্টি অফিসে ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। একই ছবি হাওড়ার উলুবেড়িয়ায়ও।

পাঁচলায় টিকিট পেয়েছেন মোহিত ঘাঁটি। প্রার্থী তালিকা প্রকাশের পর সোমবার ক্ষোভ দেখা যায় পাঁচলার একাংশ BJP কর্মী সমর্থকদের মধ্যে। মোহিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রার্থী বদলের দাবি নিয়ে হেস্টিংসে BJP-র দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়।

এদিন BJP-নেতা নিরুপম মুখোপাধ্যায় ত্রিবেণী রেললাইনে শুয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর অভিযোগ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় BJP-র কর্মীদের কথা না শুনে দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। চুঁচুড়ার মগড়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূলের ওই নেতা। BJP-র দাবি, তৃণমূলের টিকিট না পেয়ে BJP-তে যোগ দিয়েছেন তিনি। আর তাঁকে সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী করতে পারে BJP-এমন আশঙ্কা করেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

বিজেপি নেতৃত্বের দাবি এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে। যদিও বিজেপি কর্মীদের দাবি প্রার্থী বদল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে। প্রার্থী নিয়ে কংগ্রেসের অন্দরেও ক্ষোভ তুফানগঞ্জে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর