বিধানসভা ভোটের আগে বড়োসড়ো সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ - Bangla Hunt

বিধানসভা ভোটের আগে বড়োসড়ো সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ

By Bangla Hunt Desk - March 03, 2021

বিধানসভা ভোটের আগে বড়োসড়ো সাফল্য পেল মালদা জেলার মোথাবাড়ি থানার পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার সহ ৩ জনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ।

আরো পড়ুন- নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনজন দুষ্কৃতী মোথাবাড়ি থানার অন্তর্গত পাগলাহাট সংলগ্ন এলাকায় বিউটি পার্কে মঙ্গলবার রাতে জড়ো হয়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। মোথাবাড়ি থানার পুলিশের গাড়ি ওই এলাকায় ছিল বলে তড়িঘড়ি গিয়ে ওই তিনজন দুষ্কৃতী কে ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে দুই রাউন্ড কার্তুজ সমেত দুটি আগ্নেয়াস্ত্র, একটি হাসুয়া ও একটি সাবল উদ্ধার হয়। ধৃত তিনজন দুষ্কৃতী মধ্যে দুজনের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার এলাকায় । আয়েশ সেখ (৩২) ও ইজাবুল শেখ(২৮) অপর আরেকজন আজিজুর রহমানের (৩২) বাড়ি মোথাবাড়ি থানার বাঙ্গিটোলার গোশায় হাটে।

মোথাবাড়ি থানার পুলিশ তিনজনকে মালদা জেলা আদালতে পেশ করে, পুলিশি সাতদিনের হেফাজতের আবেদন চেয়ে পুরো ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর