বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের, ২৭শে মার্চ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত মোট ৮ দফায় ভোট - Bangla Hunt

বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের, ২৭শে মার্চ থেকে ২৯ শে এপ্রিল পর্যন্ত মোট ৮ দফায় ভোট

By Bangla Hunt Desk - February 26, 2021

বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। একেবারে নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮ দফায় ভোটগ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন।

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় ভোটগ্রহণ হবে।

প্রথম দফার ভোটগ্রহন আগামী ২৭শে মার্চ। ভোট হবে ৩০ টি কেন্দ্রে। (পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান)।

দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ভোট হবে ৩০ টি আসনে। (বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান)।

তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল। ভোট হবে ৩১ টি আসনে।

চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। ভোট হবে ৪৪ টি আসনে। (হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি)।

পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল। ভোট হবে ৪৫ টি আসেন। (উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি)।

ষষ্ঠ দফায় নির্বাচন ৪৩টি আসনে। ভোটগ্রহণ ২২ এপ্রিল। (উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু)।

সপ্তম দফায় নির্বাচন ৩৬টি আসনে। ভোটগ্রহণ ২৬ এপ্রিল। (মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ)।

অষ্টম দফায় ভোট গ্রহন ২৯ এপ্রিল। ভোট হবে ৩৫টি আসনে। (মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর)।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর