তৃনমুলের সর্বভারতীয় মুখপাত্র করা হল জিতেন্দ্র তিওয়ারিকে - Bangla Hunt

তৃনমুলের সর্বভারতীয় মুখপাত্র করা হল জিতেন্দ্র তিওয়ারিকে

By Bangla Hunt Desk - February 17, 2021

বাংলা হান্ট ডেক্স ; তৃনমুলের সর্বভারতীয় মুখপাত্র করা হল আসানসোলের প্রাপ্তন মেয়র তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে। কিছু দিন আগে দলের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতির পদ ছেড়েছিলেন তিনি। ছেড়েছিলেন দলও। পুনরায় দলে ফিরলেও, দল তাঁকে আর কোনও পদে ফেরায়নি এতদিন। বিভিন্ন সময়ে তাঁকে নিয়ে নানান রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। সেই জিতেন্দ্র তিওয়ারিকে এবার তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র করা হল। সর্বভারতীয় টিভি চ্যানেলগুলির বিভিন্ন ডিবেট শো-তে দলের পক্ষ থেকে তিনিই প্রতিনিধিত্ব করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর