মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, আশঙ্কাজনক মন্ত্রী - Bangla Hunt

মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা, আশঙ্কাজনক মন্ত্রী

By Bangla Hunt Desk - February 17, 2021

বাংলা হান্ট ডেক্স ; শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা। নিমতিতা স্টেশনের কাছে তাঁকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমাবাজিতে গুরুতর আহত হয়েছেন তিনি, আপাতত ভর্তি জঙ্গিপুর হাসপাতালে।

তৃণমূল সূত্রে খবর, কলকাতা ফেরার জন্য ট্রেন ধরতে নিসতিতা স্টেশনের দিকে যাচ্ছিলেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেন। তখনই মন্ত্রীকে লক্ষ্য করে বোমাবাজে করে কয়েকজন দুষ্কৃতী। বোমার আঘাতে গুরুতর জখম হয়েছেন মন্ত্রী সহ আরও বেশ কয়েকজন। প্রাথমিক চিকিৎসার জন্য মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তৃনমুল সুত্রে দাবি, জেলায় গরু পাচারকারীদের দৌরাত্ম্যের প্রতিবাদে রাজ্য সরকারের কাছি লিখিত অভিযোগ করেছিলেন মন্ত্রী। এ নিয়ে এলাকার কিছু ব্যবসায়ীর সঙ্গে তঁর বিবাদও ছিল। যার ফলে দীর্ঘদিন ধরেই টার্গেট ছিলেন জাকির হোসেন। পাশাপাশি, দলের একাংশের সঙ্গে তাঁর দূরত্ব ছিল বলেও দাবি অনুগামীদের। আক্রান্ত হতে পারেন বলে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগও দায়ের করেন জাকির হোসেন।

জাকির হোসেনের ওপর হামলা প্রসঙ্গে বহরমপুরের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, ‘তৃণমূলের লুঠতরাজের রাজনীতিকে সমর্থন করতেন না জাকির হোসেন। গরুপাচারের বিরোধী ছিলেন তিনি। এমনকী পুলিশও তাঁকে পছন্দ করতো না। তাই যারা তৃণমূল ভাঙিয়ে খেত তাদের নিশানা হয়েছেন তিনি। সততার সঙ্গে রাজনীতি করার জন্যই হামলার মুখে পড়তে হল তাঁকে। যে রাজ্যে মন্ত্রীর ওপর হামলা হয় সেখানে আইনশৃঙ্খলার কী অবস্থা তা সহজেই অনুমান করা যায়’।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যে মন্ত্রী আক্রান্ত হচ্ছেন এটা দুর্ভাগ্যের ব্যাপার। রাজ্যের আইনশৃঙ্খলা কোথায় গিয়েছে এতে বোঝা যায়। আগে শুধু বিরোধীদের ওপর আক্রমণ হতো। এখন শাসকদলের মন্ত্রীও ছাড় পাচ্ছেন না। এর আগে তৃণমূলের চেয়ারম্যান – বিধায়ক মারা গিয়েছেন। আইনশৃঙ্খলার এই অবস্থা হলে নির্বাচন কী করে হবে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর তা ভাবা উচিত’।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর