মৌলালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের, ছেঁড়া হলো পুলিশের উর্দি - Bangla Hunt

মৌলালিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের, ছেঁড়া হলো পুলিশের উর্দি

By Bangla Hunt Desk - February 15, 2021

বাংলা হান্ট ডেস্ক; কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র মৌলালি। আচমকাই পুলিশকে দেখে ক্ষোভে ফেটে পড়েন DYFI ও SFI কর্মীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ছিঁড়ে ফেলা হয় পুলিশের উর্দি। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এজেসি বোস রোড। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। মইনুলের দেহ মৌলালিতে পৌঁছনোর অপেক্ষায় বাম ছাত্র-যুবরা।

DYFI কর্মীর মইনুল ইসলাম মিদ্দার মৃত্যুর প্রতিবাদে সোমবার এন্টালির দীনেশ মজুমদার ভবনের সামনে জমায়েত করেছিলেন বাম ছাত্র-যুবরা। আচমকাই সেখানে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাম ছাত্র-যুবরা।
অভিযোগ, DYFI কর্মীরা বেধড়ক মারধর করে পুলিশকে। ছিঁড়ে দেওয়া হয় উর্দি। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় মৌলালিতে। অবরুদ্ধ হয়ে পড়ে কলকাতার ব্যস্ততম ওই এলাকা। দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

এসএফআইয়ে পাল্টা দাবি পুলিশ আধিকারিকরা তাঁদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন সেই কারণেই উত্তেজনা ছড়ায় এলাকায়। তাঁদের কর্মীরাই উদ্ধার করে পুলিশকে, এমনই দাবি এসএফআইয়ের রাজ্য সম্পাদকের।

প্রসঙ্গত, এদিন মইনুলের মৃত্যুও কেন্দ্র করে পুলিশ ও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সুজন চক্রবর্তী, আবদুল মান্নানরাও। সুজন চক্রবর্তী বলেন, “স্বাভাবিক দাবি নিয়ে নবান্নে পৌঁছতে চেয়েছিল ছাত্ররা। সেই আন্দোলনে থাকা মইনুল ইসলাম মিদ্দাকে পুলিশ খুন করেছে। এই ঘটনার নিন্দার ভাষা নেই। নবান্ন আন্দোলনে শহিদ হলেন মইনুল। আর কত লাশ চাই সরকারের? এর বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ চলবে।” আবদুল মান্নানের কথায়, ”এই ঘটনার নিন্দার ভাষা নেই। সেদিনের পুলিশের অত্যাচারে অনেকে এখনও হাসপাতালে। আমরা প্রতিবাদ জানিয়েছি। দিদিও তো অনেক গণআন্দোলন করেছেন, এবার উনি কী বলবেন?”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর