২১শে নির্বাচনে দলের রনকৌশল ঠিক করতে কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

২১শে নির্বাচনে দলের রনকৌশল ঠিক করতে কালীঘাটে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - January 29, 2021

বিধানসভা নির্বাচনের আগে দলের রনকৌশল ঠিক করতে বৈঠকে বসল তৃণমূল। কালীঘাটের তৃণমূল নেত্রীর বাসভবনে আজ, শুক্রবার বিকাল ৪টা নাগাদ এই বৈঠক শুরু হল। দলের সংসদ বিষয়ক মন্ত্রী, পদাধিকারী সহ ৩০ জন নেতা-নেত্রীদের নিয়ে বৈঠকে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

সুত্রের খবর, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ দিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দেবে তৃণমূল। পাশাপাশি, আসন্ন সংসদের বাজেট অধিবেশনে তৃণমূল যোগ দিলেও, উপস্থিত থাকবেন কম সংখ্যক সংসদ সদস্য। কারণ বাকিরা রাজ্যের নির্বাচনী প্রচারেই ব্যস্ত থাকবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠক শুরুর আগে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাষ্ট্রপতির ভাষণে দেখা দিয়েছে কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের কোনও উল্লেখ নেই। বরং সমর্থনটাকে জোরাল করা হয়েছে। আমরা কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের পাশে থেকে আন্দোলন চালিয়ে যাব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর