কেষ্টপুরে নির্মীয়মাণ বাড়ির সামনে বিস্ফোরণ - Bangla Hunt

কেষ্টপুরে নির্মীয়মাণ বাড়ির সামনে বিস্ফোরণ

By Bangla Hunt Desk - January 29, 2021

কেষ্টপুরে বিস্ফোরণ। কেঁপে ওঠে গোটা এলাকা। বহুতল থেকে ততক্ষণে স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে এসেছেন। দেখেন মাটির ওপর মুখ থুবড়ে পড়ে রয়েছেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সাতসকালে কেষ্টপুরে ভয়ঙ্কর ঘটনা।

ঘটনায় আহত হয়েছেন ২ জন। আজ, শুক্রবার সকালে কেষ্টপুরের বিদ্যাসাগর পল্লী এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির সামনে বিস্ফোরণটি ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, নির্মিয়মাণ দ্রব্য সামগ্রির জঞ্জাল পরিস্কার করতে গেলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সম্ভবতঃ সেখানে কোনও রাসায়নিক ছিল। তা থেকেই বিস্ফোরণ বলে অনুমান। তবে কী থেকে এই বিস্ফোরণ তা এখন‌ও পরিষ্কার নয়। তদন্তে বাগুইআটি থানার পুলিস।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর