কালীঘাটে বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার, তদন্তে পুলিশ - Bangla Hunt

কালীঘাটে বস্তাবন্দি পোড়া টাকা উদ্ধার, তদন্তে পুলিশ

By Bangla Hunt Desk - January 24, 2021

বাংলা হান্ট ডেক্স ; ঘাটের কাছে পড়ে আছে ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট। মালিকানা নেই। বস্তাবন্দি করে কারা যেন ফেলে রেখে গিয়েছে কালীঘাট সংলগ্ন মুখার্জি ঘাটে। এই খবর পেয়েই ঘাটের দিকে ছুটেছিলেন স্থানীয় মানুষ। কিন্তু দেখা গেল, টাকা থাকলেও সবটাই পোড়া বা ছেঁড়া। তবু রবিবারের দুপুরে একটা ভাল নোট কুড়িয়ে পাওয়ার আশায় মুখার্জি ঘাটের ওই পোড়া স্তূপেই হাতড়ে দেখতে লাগলেন সাধারণ মানুষ। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ।

রবিবার দুপুরে হঠাৎই খবর আসে কালীঘাটের মুখার্জী ঘাটে বস্তা বন্দি টাকা উদ্ধার হয়েছে। সেখানে পৌঁছানোর পর চক্ষু ছানাবড়া হয়ে যায় সকলেই। তাঁরা দেখেন, ঘাটের কাছে পড়ে রয়েছে একটি বস্তা। আর তাতে ভর্তি ১০, ২০, ৫০, ১০০ টাকার নোট! আগুন জ্বালিয়ে সেই নোটগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে। মুখে মুখে খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। এরপর যা হওয়ার, তাই হয়। এলাকায় ভিড় বাড়তে থাকে ক্রমশই। ওই পোড়া নোটের ভিড়ে ভাল টাকা কুড়ানোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বাছাই করে অল্প পোড়া টাকা পকেটেও ঢুকিয়ে নেন।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তাই দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় কালীঘাট থানার পুলিশ।ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পাশাপাশি পড়ে থাকা টাকাও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা টাকা ও তাকে ঘিরে জনতার ভিড় নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। কে, কখন এ ভাবে টাকা ফেলে রেখে গেল, তা স্থানীয় বাসিন্দা থেকে পুলিশ, কেউই স্পষ্ট করে বলতে পারেননি। আপাতত পুলিশ তদন্ত করে দেখছে, কোথা থেকে এই টাকা ঘটনাস্থলে এল। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর