স্বাস্থ্যসাথীর কার্ডের দৌলতে নতুন জীবন ফিরে পেলেন সামান্য কেবল টিভির কর্মী শেখর ব্যানার্জী - Bangla Hunt

স্বাস্থ্যসাথীর কার্ডের দৌলতে নতুন জীবন ফিরে পেলেন সামান্য কেবল টিভির কর্মী শেখর ব্যানার্জী

By Bangla Hunt Desk - January 21, 2021

বালুরঘাট ; স্বাস্থ্যসাথীর কার্ডের দৌলতে নতুন জীবন ফিরে পেলেন বালুরঘাটের এক কেবল টিভির সামান্য কর্মী শেখর ব্যানার্জী। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন তিনি।

একদিকে যখন মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্বেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রোগীর চিকিৎসা করাতে গিয়ে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমের বিরুদ্ধে নানা হয়রানীর শিকার হওয়ার খবর সামনে আসছে। ঠিক তখন দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি কেবল পরিষেবার সামান্য বেতনের কর্মী স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কলকাতার পিয়ারলেস হাসপাতাল থেকে বিনা পয়সায় হার্টের এঞ্জিওগ্রাফির পাশাপাশি স্ট্রেন বসিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে এসেছেন। দুয়ারে সরকার শিবিরে হাজির হয়ে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে চিক্যিসা করিয়ে নতুন জীবন ফিরে পেলেন বালুরঘাটের কেবল কর্মী ৪৬ বছর শেখর ব্যানার্জী।

বালুরঘাট শহরের চকভৃগু এলাকার মধ্যডাকরা পাড়ার বাসিন্দা পেশায় সামান্য কেবল টিভি র লাইন কর্মী শেখর ব্যানার্জী হঠ্যা করে বাড়িতে মাথা ঘুড়ে পড়ে যান। পরিবারের লোকজন তাকে স্থানীও চিকিৎসকের কাছে নিয়ে যেতে বলে। এদিকে কলকাতার মত জায়গায় গিয়ে চিক্যিসা করাবে সেনিয়ে চিন্তায় পড়েন পরিবারের লোকজন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকার শিবির চকভৃগুতে স্কুল মাঠে আসায়। সেখানে গিয়ে তড়িঘড়ি স্বাস্থ্যসাথী কার্ড করে এবং তা হাতে পেয়েই চিকিৎসকের পরামর্শে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার৷ কিন্তু পিজিতে ভর্তি নিয়ে টালবাহানা হওয়াতে রোগীর শারিরিক অবস্থার অবনতি হতে থাকায় কয়েকজনের সুপরামর্শে পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে পিয়ারলেস কর্তিপক্ষ জানিয়ে দেয় তারা স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে চিকিৎসা করে থাকে। এরপরেই পিজি থেকে শেখরকে স্থানান্তরিত পিয়ারলেস হাসপাতালে জানুয়ারীর ৫ তারিখে নিয়ে গিয়ে দেখায়। সেখান চিকিৎসক তার পরীক্ষা নিরিক্ষার পর তাকে ৭ তারিখে হাসপাতালে ভর্তি করে নেয়। পাশাপাশি ৮ তারিখেই তার এঞ্জিওগ্রাফি করে এবং সেদিন তার একটি স্ট্রেন বসিয়ে দেয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা। ৯ তারিখে তাকে চেকআপের পর তাকে ছুটি দিয়ে দিলে পরিবারের লোকজন শেখরকে নিয়ে বালুরঘাটে চলে আসে। সে এখন বিশ্রামে রয়েছে। ঘরের দুয়ারে স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে চিকিৎসা খরচ বাবদ প্রায় তিনলক্ষ টাকা হাসপাতালে নিখরচায় সুস্থ্য হয়ে বাড়ি ফিরে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের প্রতি চিরকৃতজ্ঞ ওই কেবল টিভির সামান্য বেতনের কর্মী শেখর ও তার পরিবার।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর