কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সরলেন নড্ডা, খেলেন শাক, বেগুন ভাজা, গুড়ের রসগোল্লা - Bangla Hunt

কৃষক পরিবারে মধ্যাহ্নভোজ সরলেন নড্ডা, খেলেন শাক, বেগুন ভাজা, গুড়ের রসগোল্লা

By Bangla Hunt Desk - January 09, 2021

বাংলা হান্ট ডেস্ক ; বিধানসভা ভোটের আগে বাংলার কৃষকদের মন জয় করাই বিজেপি সভাপতির মূল লক্ষ্য। এ জন্য রাজ্যের ধানের গোলা বলে পরিচিত বর্ধমানেকেই বেছে নেওয়া হয়েছে।

এদিন কাটোয়া পৌঁছেই রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন নড্ডা। এর পর মুস্থলি গ্রামে বিশাল জনসভার মাধ্যমে কৃষক সুরক্ষা যাত্রার সূচনা করেন। সেখানে তৃণমূলকে আক্রমণ করেন তিনি। সভা শেষে কৃষক পরিবারের থেকে চাল সংগ্রহ করেন তিনি। এর পর যান মধ্যাহ্নভোজ সারতে। 

কৃষক মথুরা মণ্ডলের বাড়ির বারান্দায় বসে মধ্যাহ্নভোজ সারেন নড্ডা। তাঁর সঙ্গে এদিন ছিলেন দিলীপ ঘোষ, রাহুল সিনহারা। এদিন নাড্ডার জন্য আয়োজনে ছিল শাক, বেগুন ভাজা, পটল ভাজা, সবজি ডাল, ভাত, ফুলকপির তরকারির, এবং শেষ পথে ছিল গুড়ের রসগোল্লা। দুপুরে খাবার পর পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন তিনি। এর পর কাটোয়া ছেড়ে হেলিকপ্টারে রওনা দেন বর্ধমান শহরের উদ্দেশে। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর