মানুষের সেবায় নিরবে কাজ করে চলেছে তারাশংঙ্কর চ্যারিটি - Bangla Hunt

মানুষের সেবায় নিরবে কাজ করে চলেছে তারাশংঙ্কর চ্যারিটি

By Bangla Hunt Desk - January 08, 2021

মালদাঃ- নিরবে কাজ করে চলেছে টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা এই রকমি ছবি উঠে আসলো মালদায়। জাকিয়ে বসেছে শীত, গোটাদেশের সাথে মালদাা জেলাতেও শীতের প্রভাব পড়েছে বেশ। এই সময় ব্যাস্ততম শহর মালদা, এমন সময় এক অসহায় ব্যক্তি মালদার মঙ্গলবাড়ি এলাকায় শীতের মধ্যে পড়েছিলো,এই খবর পেয়ে প্রায় ৩০ কিলোমিটার দূর থেকে গাড়ি চালিয়ে সেই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। প্রায় ৭ দিন ধরে চললো সেই ব্যাক্তির সেবা। পায়ে ইনফেকশন হয়ে পা টা প্রায় পচন ধরে গিয়েছিলো। এমন সময় টিমের সদস্যরা তরিঘরি বুলবুলচন্ডী হাসপাতালে গিয়ে তার পায়ে ড্রেসিং ও এন্টিবায়োটিক ব্যাবস্থা করে। অনেক চেষ্টার পরে জানা গিয়েছে মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিটির নাম মিথিলেশ যাদব। বাবার নাম অযোধ্যা যাদব। বাড়ি বিহারের বক্সার জেলার বহরমপুর এলাকাতে। গুগুল ম্যাপের সহযোগিতা নিয়ে খোঁজ পাওয়া যায় পরিবারের। যোগাযোগ করে পরিবারের সদস্যরা সাথে তারা জানান, আজ দুই মাস ধরে মিথিলেশ নিখোঁজ। বহু জায়গাই খোঁজ খবর চালিয়েও কোনো হদিস মেলেনি। মিথিলেশের বাবা অযোধ্যা যাদব মুম্বাই খোঁজাখুঁজি করছে, অপরদিকে তার ভাই বিহারের বিভিন্ন জায়গায় খোঁজ করছে তাও কোনো হদিশ মেলে নি। তারা মিথিলেশের খবর টিম তারাশঙ্কর চ্যারিটির মাধ্যমে জানতে পেরেই রওনা দিয়েছে মালদা জেলার দিকে। যথারীতি আজ মালদাতে পৌঁছে নিজের ভাইকে দেখতে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেনি ছোটো ভাই গুড্ডু যাদব। আজ তার ভাইকে পেয়ে খুবই খুশি হচ্ছে।
এই ভাবেই একের পর এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা।

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর