

বালুরঘাট ; ১৪৪ ধারা উপেক্ষা করে সি এ এ বিলের প্রতি সমর্থন জানিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে মিছিল করার দায়ে পুলিশের দায়ের করা একটি মামলায় আজ বালুরঘাট আদালতে ব্যাক্তিগত ভাবে হাজির হয়ে জামিন নিল বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। আদালত থেকে বেরিয়ে বলেন “পশ্চিমঙ্গে গনতন্ত্র নেই। এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চলাচ্ছে বলে, ” অভিযোগ করেন তিনি।
সোমবার দুপুরে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জেলা বিজেপির কয়েকজন নেতাকে নিয়ে সদলবলে বালুরঘাট জেলা আদালতে হাজির হন। বেলা দুটার সময় আদালত বসলে সায়ন্তন বসু বিচারকের সামনে হাজির হলে তার আইনজীবির মধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক তাকে ২০০ টাকা র ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

আদালত সুত্রে জানা গেছে ২০২০ সালের ১২ জানুয়ারী বালুরঘাটে ১৪৪ ধারা উপেক্ষা করে বিজেপি দলের পক্ষ থেকে সংসদে পাশ হওয়া সি এ এ বিলের প্রতি সমর্থন জানিয়ে একটি মিছিল বের করা হয়। অভিযোগ সেই মিছিল করবার জন্য আগাম কোন পুলিশের অনুমতি নেওয়া ছিল না। সেই দিনের মিছিলে সামিল হয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জেলা বিজরপির সভাপতি বিনয় বর্মন সহ জেলার অনান্য সদস্য ছাড়াও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। পুলিশ এদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রজু করলে স্থানিও সাংসদ ও জেলা বিজেপির সভাপতি ও আর ও কয়েকজন আদালতে হাজির হয়ে জামিন নিলেও রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এতদিন জামিন নেন নি। আজ সেই মামলায় বালুরঘাট আদালতে সশরিরে হাজির হয়ে তিনি জামিন নেন বলে জানা গেছে।

এদিকে জামিন পাওয়ার পর বিজেপি দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু জানান ভারতীয় আইনের প্রতি ভরসা রয়েছে, বিজেপি দল বরাবরই আদালত ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। সেই আইনের প্রতি সম্মান রেখেই তিনি আজ আদালতে হাজির হয়ে বিচারকের কাছে আইনজীবি মধ্যমে জামিনের আবেদন জানালে বিচারক ২০০ টাকার ব্যাক্তিগত জামিন মঞ্জুর করেছেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন তার বিরুদ্ধে জেলার বুনিয়াদপুর আদালতে যে মামলা রয়েছে তিনি এখনও তাতে হাজির হন নি। তবে শিঘ্রই সেখানে হাজির হয়ে জামিন নেবেন বলে জানান।

অপরদিকে আদালতে আসার আগে জেলা বিজেপির কার্যালয়ে গতকাল মালদায় তাদের মিছিলের উপর তৃনমুল আশ্রিত দুষ্কৃতিদের ছোড়া গুলিতে আহত হওয়ার ঘটনা প্রসঙ্গে জানান রাজ্য জুড়েই তাদের উপর আক্রমন চলছে, এখন ও পর্যন্ত তাদের ১৩৫ জন সক্রিয় কাররযকর্তা ও কর্মী র প্রান গেছে। তিনি আর ও বলেন পশ্চিমঙ্গে গনতন্ত্র নেই এখানে শাড়ি পরা হিটলার রাজত্ব চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
দেখুন ভিডিও –

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স