সৌরভের অবস্থা এখন স্থিতিশীল, হাসপাতাল ছাড়ার আগে জানালেন ডোনা - Bangla Hunt

সৌরভের অবস্থা এখন স্থিতিশীল, হাসপাতাল ছাড়ার আগে জানালেন ডোনা

By Bangla Hunt Desk - January 02, 2021

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতাল ছাড়ার আগে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ডোনা ও সানা গঙ্গোপাধ্যায়। এদিকে, একটা স্টেন্ট বসানোর পর সঙ্কটমুক্ত দাদা। রাতে হালকা খাবার দেওয়া হয়েছে তাকে। একজন হার্টের রোগীকে যেমন ডায়েৎ দেওয়া হয়, সেটাই দেওয়া হয়েছে তাঁকে।

শনিবার সকালে বাড়িতে জিম করার সময় হঠাৎ ব্ল্যাকআউট হয়ে পড়েন তিনি। আপাতত বিপন্মুক্ত তিনি। জানা গিয়েছে, রাতে চিকেন স্টু, টোস্ট ফ্রুটস খেয়েছেন তিনি। অনুরাগীদের হাসপাতালের সামনে ভিড় করতে বারণ করেছেন তিনি। ৭ সদস্যের মেডিকেল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। এদিকে, এদিন মাইল্ড হার্ট অ্যাটাকের পর তাঁর স্টেন্ট বসেছে। তারপর কেটেছে বিপদ। চিকিৎসকরা বলছেন, ‘গোল্ডেন সময়ে চিকিৎসা হওয়ায় বিপদ কেটেছে তাঁর।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর