বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া বিচারপতিকে বদলির নির্দেশ - Bangla Hunt

বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া বিচারপতিকে বদলির নির্দেশ

By Bangla Hunt Desk - February 27, 2020

দিল্লির অশান্তির জন্য দিল্লি হাইকোর্ট এর বিচারপতি এস মুরলীধর দিল্লি সরকার ও দিল্লি পুলিশকে ভৎসনা করেন, পাশাপাশি বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর করার ব্যাপারে নির্দেশ দেন ।
আর এর পরেই সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার ভিত্তিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধকে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে বদলি করছেন রাষ্ট্রপতি।
বিচারপতি বদলির নির্দেশকে অনেকেই দিল্লির এ ঘটনার সঙ্গে জুড়ে দিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা তেমন নয় গত ২০ ফেব্রুয়ারি কলেজিয়াম আগেই এই সিদ্ধান্ত নিয়েছিল। আর বদলির নির্দেশের বিরুদ্ধে বার অ্যাসোসিয়েশন কর্মবিরতি পালনের ডাক দেওয়ার হুমকি দেয় কিন্তু তা যে কাজে আসার নয় সেটা বিচারপতির নির্দেশ থেকেই স্পষ্ট।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর